
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১। খুব দুশ্চিন্তা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হলেন এক ব্যক্তি।
রোগী: ডাক্তারবাবু, দুশ্চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে।
ডাক্তার: কী নিয়ে আপনার দুশ্চিন্তা?
রোগী: এই যে আমার চুল পেকে যাচ্ছে, তা নিয়েই আমার দুশ্চিন্তা।
(আরও পড়ুন: রবিবার সকাল মানেই ফুল মস্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন আনন্দে)
২। মন্টু খুব উদ্বেগ নিয়ে চিকিৎসকের কাছে গেল। মুখে দুশ্চিন্তার কালো মেঘ!
মন্টু: স্যার, আমি বাড়ির চাবি গিলে ফেলেছি। কী করি এখন?
ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?
মন্টু: যত দূর মনে পড়ছে, তা এটা প্রায় মাস দুয়েক হবে।
ডাক্তার: সে কী! কী বলছেন? তাহলে এত দিন আসেননি কেন?
মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজকে সেটাও হারিয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।
(আরও পড়ুন: গরম কমেছে, এবার মন ঠান্ডা করতে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, সন্ধ্যাটা হোক মজাদার)
৩। এক ব্যক্তি গিয়েছেন চিকিৎসকের কাছে। ব্যবস্থাপত্র দেওয়ার পর যথারীতি ফি দেওয়ার পালা। কিন্তু ভদ্রলোকের কাছে ক্যাশ নেই। আছে চেক। বাধ্য হয়ে চেক নিলেন ডাক্তারবাবু।
সপ্তাহ খানেক পরে চিকিৎসকের সঙ্গে আবার ব্যক্তির দেখা।
ডাক্তারবাবু বললেন, ‘আপনি যে চেকটা দিয়ে এসেছিলেন, সেটা তো ব্যাংক থেকে ফেরত এসেছে।’
ব্যক্তির দ্রুত জবাব, ‘আপনি ক’দিন আগে যে রোগের চিকিৎসা করলেন, সেটাও যে ফেরত এসেছে!’
(আরও পড়ুন: রবিবার বিকেল আরও একটু মজাদার করে তুলুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। মনোচিকিৎসকের কাছে এসেছেন এক নারী।
নারী: ডাক্তারবাবু, আমার স্বামী নিজেকে নেপোলিয়ন ভাবা শুরু করেছে!
চিকিৎসক: ঠিক আছে, চিকিৎসা শুরু করে দেব শিগগিরই।
নারী: কিন্তু ডাক্তারবাবু, চিকিৎসা করার চেয়ে তাঁকে কোনও এক দ্বীপে ছেড়ে দিয়ে আসা কি বেশি সহজ নয়?
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, আজকে হাসবেন না, তাই কি হয়? পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল।
মা বললেন, ‘মলি মা আমার, কী করছ?’
মলি: বান্টিকে চিঠি লিখছি মা।
মা: কিন্তু তুমি তো এখনও লিখতে জানো না।
মলি: বান্টিও এখনও পড়তে জানে না মা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports