ছবি জুড়ে রয়েছে শুধু কালো জাম। অথচ এর মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে একটি বিড়াল। যা খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে অনেকের। এই পরিস্থিতিতে আপনিও খানিক চেষ্টা করে দেখতে পারেন। ছবির মধ্যে থেকে একটা বিড়়ালের মুখ খুঁজে বের করাই একমাত্র কাজ। তাই এই কাজের জন্য মোট বরাদ্দ সময় ১০ সেকেন্ড।
১০ সেকেন্ডই বরাদ্দ সময়
এমনিতে বিড়ালের গায়ের রং বেগুনি হয় না। কিন্তু এই ছবিতে কিছুটা তাই। যে কারণে প্রথম প্রথম বিড়ালটিকে খুঁজে পেতে বেশ অসুবিধা হতে পারে। কিন্তু ফেসবুকে এই ছবিটি সম্প্রতি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, বিড়ালটিকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলে আপনার প্রখর বুদ্ধি। কারণ এত গভীর পর্যবেক্ষণ ক্ষমতা সাধারণ প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদেরই থাকে। অন্য দিকে বলা হচ্ছে, যারা ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পাবেন না, তাদের বুদ্ধি অতটা প্রখর নয়। কিন্তু কমন সেন্স বা সাধারণ বুদ্ধির নিরিখে তারাও এমন কিছু পিছিয়ে থাকেন না।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে শুধুই বৃদ্ধ দেখছেন? আদতে কিন্তু একজন তরুণীও লুকিয়ে আছে! দেখুন তো খুঁজে পান কি না
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
আরও পড়ুন - প্রচণ্ড সেলফ কনফিডেন্স না ভয় পান নিজেকে নিয়ে? এই ছবিই বলে দেবে আপনি কেমন
দেখে নেওয়া যাক উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল বিড়ালের মুখটি। অন্যান্য কালো জামের তুলনায় মুখটা কিছু পিছনের দিকে রয়েছে। যার ফলে প্রথম দিকে চোখে পড়া মুশকিল। কিন্তু যাদের চোখে পড়ে গিয়েছে ইতিমধ্যেই, তারা সত্যিই প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি।
