অবসর সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পরিবর্তে, মস্তিষ্কের ব্যায়াম করা বেশ ভালো। অপটিক্যাল ইলিউশনে এমন ছবি থাকে যা প্রথম দেখায় এক জিনিস দেখায় কিন্তু মাথা খাটিয়ে ভাবলে অন্য জিনিস বোঝায়। বিনোদনের পাশাপাশি, এটি মস্তিষ্কেরও ব্যায়াম। আপনি অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পছন্দ করলে এটা সমাধান করে দেখতে পারেন। উপরের ছবিতে একজন লুকানো মহিলাকে খুঁজে বের করার চ্যালেঞ্জ রয়েছে। ছবিতে লুকিয়ে থাকা মহিলাটিকে খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড সময় আছে। যদি ১০ সেকেন্ডের মধ্যে লুকানো নারীটিকে খুঁজে পান, তাহলে আপনি প্রতিভাবানদের একজন। কিন্তু বলে রাখি, ছবিতে লুকিয়ে থাকা মহিলাটিকে খুঁজে পাওয়া এত সহজ নয়।
কোথায় সেই মহিলা?
উপরের ছবিতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ যেন কিছু একটা খুঁজে চলেছে। তাঁকে ছাড়া এই ছবিতে আর কাউকে দেখাও যাচ্ছে না। কিন্তু এই ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি মহিলা। একটু ভালো করে খুঁজলেই তাঁকে দেখতে পাওয়া যাবে। উপরের ছবির দিকে একবার তাকান।
আরও পড়ুন - Optical Illusion: কচ্ছপের খোলেও লুকিয়ে কচ্ছপ! কটা রয়েছে বলতে পারবেন? সময় মাত্র ৫ সেকেন্ড
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
দেখে নেওয়া যাক উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল উত্তরটি। যারা একটু ভালো করে দেখবেন, তারা দেখতে পেয়ে যাবেন সহজেই।
