পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করার ঘটনায় গোটা দেশ তেতে উঠেছে। নির্মমভাবে গুলি করে জঙ্গিরা হত্যা করেছে পর্যটকদের। আর তাতেই শান্ত শুভ্র ভূস্বর্গ রক্তাক্ত হয়ে যায়। হাহাকার নেমে আসে একের পর এক পরিবারে। এবার জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে ভারত সরকার জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই ছাড়লেন পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার।
এই হত্যাকাণ্ডে বাংলার তিনজন নাগরিক মারা যান। যা নিয়ে এখন জোর চর্চা জারি রয়েছে সর্বত্র। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পাল্টা জবাব না দিলে শান্তি নেই। এমনটাই মনে করছেন অনেকে। এই আবহে ভারত সরকারের ব্যর্থতা উঠে আসছে। তাই পাল্টা প্রত্যাঘাতের প্রয়োজন। তাতেই একমাত্র পরিস্থিতির বদল হতে পারে বলে বিজেপি বিধায়করা মনে করেন। তাই তো আজ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়েন, ‘আমরা এর বদলা চায়। ২৬ এর বদলে ২৬০টা মুন্ডু চাই।’
আরও পড়ুন: কাচের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে বন্ধুকে খুন জোড়াসাঁকোয়, মদের আসরে বচসা থেকেই হত্যা
কাশ্মীরের পহেলগাঁওতে শুধু ধরে ধরে হিন্দুদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। এই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় গোটা দেশ। হিন্দুদের উপর এই আক্রমণ নামিয়ে আনা হয়েছে অভিযোগ তুলে তা নিয়ে ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী। মৃত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে তিনি কথা দিয়েছেন, এটার বিচার হবেই। তাঁর ছোট্ট ছেলের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন বিরোধী দলনেতা। আর বললেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। গাজার মতো পাকিস্তানকে ধুলিস্মাৎ করতে হবে। এবারেও ওদের ভিতরে ঢুকে সাইজ করে আসবে ভারতীয় সেনাবাহিনী।’
এছাড়া এই ঘটনা নিয়ে যে বিজেপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলি পথে নেমে পড়বে তা বুঝতে পেরেছেন নন্দীগ্রামের বিধায়ক। সিপিএম ইতিমধ্যেই নানা জেলায় প্রতিবাদ মিছিল করেছে। আজ, বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা এখন ছড়িয়ে পড়েছে সমাজের বুকে। যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে। পাল্টা দায় এড়িয়ে যেতে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীর কথায়, ‘গতকাল সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী তিনটি পোস্ট করেছেন। খেয়াল করে দেখুন, সেখানে কোথাও পাকিস্তানকে তিনি আক্রমণ করেননি। উল্টে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে এই নিয়ে আমি আর কিছু বলব না, যা বলার কাশ্মীরে শহিদ হওয়া পর্যটকের স্ত্রীরা বলবেন।’