ক্যানসার রোগটির নাম শুনলেই অনেকে আতঙ্কিত বোধ করেন। রোগটি চিকিৎসাও যথেষ্ট খরচসাপেক্ষ। তাই ক্যানসারের রোগীদের জন্য এবার থেকে বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়নের ব্যবস্থা করল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া। কোনও ডাক্তারকে দেখানোর পর তিনি ক্যানসার বলেছেন? বড়সড় চিকিৎসা করাতে বলেছেন? মনে ধন্দ থেকে গেলে কোনও খরচ ছাড়াই দেখিয়ে নিতে পারেন এই হাসপাতালে। আরেকবার অন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
আরও পড়ুন - বর্ষাকালে সাবান ব্যবহার করলে গোপনাঙ্গে সংক্রমণ বাড়ে? কী বলছেন চিকিৎসক
শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই পরিষেবার। ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই মিট কেবল বেঁচে থাকার উদযাপন নয়, বরং ক্যান্সার চিকিৎসায় আমাদের অগ্রগতিরও উদযাপন। ক্যান্সার আর এক রকম চিকিৎসায় সীমাবদ্ধ রোগ নয়। অঙ্গভিত্তিক অঙ্কোলজি বিশেষজ্ঞতা ও অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা থাকায় আমরা প্রতিটি রোগীর জন্য অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক, নিখুঁত ও কার্যকরী চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারি। আমাদের মূলমন্ত্র— সঠিক সময়ে, সঠিক চিকিৎসক দলের মাধ্যমে, সঠিক চিকিৎসা পৌঁছে দেওয়া। এই ধরনের অনুষ্ঠান রোগীর মানসিক দৃঢ়তাকে যেমন সম্মান জানায়, তেমনি আমাদের কমিউনিটিতে শক্তিশালী সহায়ক ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতিকেও দৃঢ় করে।’
আরও পড়ুন - বর্ষায় স্ত্রীরোগের ঝুঁকি বাড়ে কী কী ভুলে? সুস্থ থাকার উপায় জানালেন চিকিৎসক
অন্যদিকে হাসপাতালের ডাইরেকটর দিলীপ কুমার রায়ের কথায়, ‘মণিপালে আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা নয়— রোগী ও তাঁদের পরিবারকে সঠিক জ্ঞান, পরামর্শ ও সহায়তা দিয়ে সচেতন ও ক্ষমতায়িত করা। বিশেষায়িত অঙ্কোলজি ইউনিট ও বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন সেবা চালু করা ক্যান্সার চিকিৎসার ঘাটতি পূরণের একটি বড় পদক্ষেপ। বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন, নৈতিক ও সাশ্রয়ী চিকিৎসা বাড়ির কাছাকাছি এনে আমরা রোগীদের অনিশ্চয়তা দূর করতে চাই, যাতে তারা অতিরিক্ত ভ্রমণের চাপ ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন।’