বর্ষাকালে বিভিন্ন ভাইরাস ও জীবাণুর প্রকোপ বেড়ে যায় চারপাশে। এর জেরে একদিকে যেমন জলবাহিত নানা রোগ বেড়ে যায়, তেমনই বাড়তে থাকে গোপনাঙ্গের রোগ। এইসব রোগ মোকাবিলা করতে হলে কিছু কিছু নিয়মও তাই মেনে চলা জরুরি এই সময়। সেসব নিয়েই বিশদ আলোচনায় আইএলএস হাসপাতালের চিকিৎসক সর্বজিৎ রায়।
বর্ষাকালে সাবানের ব্যবহার জরুরি?
বর্ষায় এমনিই জলবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তার উপর বিভিন্ন জায়গায় জমে থাকা জলের জেরে ভোগান্তি চরমে পৌঁছায়। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে হলে পরিচ্ছন্ন তো থাকতেই হয়। কিন্তু পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়ে অনেকেই রোজ সাবান ব্যবহার করেন। রোজ সাবান ব্যবহার করা কি আদৌ জরুরি? চিকিৎসক জানাচ্ছেন, বর্ষাকালে সাবান ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানী হওয়া দরকার। সাবানে সাধারণত তীব্র ক্ষার থাকে। এই ক্ষার ত্বকের পিএইচ লেভেল এদিক ওদিক করে দেয়। আর ত্বকের পিএইচ লেভেল ঠিক না থাকলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়বেই।
আরও পড়ুন - বর্ষায় স্ত্রীরোগের ঝুঁকি বাড়ে কী কী ভুলে? সুস্থ থাকার উপায় জানালেন চিকিৎসক
কোন ধরনের সাবান?
বর্ষায় তীব্র ক্ষারের সাবান ব্যবহার না করাই ভালো বলে জানাচ্ছেন চিকিৎসক। তাঁর কথায়, তীব্র ক্ষারীয় সাবান ত্বকের পিএইচ লেভেল নষ্ট করে ত্বকের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিভিন্ন চর্মরোগ ছাড়াও গোপনাঙ্গে রোগ বেড়ে যায় এর দরুণ। অল্প ক্ষারের সাবান ব্যবহার করলে এই সমস্যার সম্মুখীন হতে হয় না।
আরও পড়ুন - স্বামীর হাতে স্ত্রী বেঁধে দেন পবিত্র সুতো! রাখি পূর্ণিমার নেপথ্যে এই পুরাণকাহিনি
গোপনাঙ্গের সংক্রমণ এড়ানোর উপায়
গোপনাঙ্গের সংক্রমণ এড়াতে হলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সাবান ব্যবহার নিয়ে ভুল ধারণাগুলিও কাটিয়ে ওঠা জরুরি। তীব্র ক্ষারের সাবান মানেই ত্বক বেশি পরিষ্কার থাকবে, তা কিন্তু নয়। বরং এতে ত্বকের ক্ষতি। তাই গোপনাঙ্গের ক্ষেত্রেও সীমিত সাবানের ব্যবহার করাই ভালো। পাশাপাশি, সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের সাবান ব্যবহার করাই ভালো।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর মতামতের ভিত্তিতে লেখা হয়েছে। এটি সমস্যাটি সম্পর্কে সাধারণ ধারণার উপর আলোকপাত করা মাত্র। ব্যক্তিবিশেষে প্রতিটি সমস্যার চিকিৎসা এবং নিরাময়ের পদ্ধতি পৃথক। তাই যে কোনও সমস্যায় শুধুমাত্র এই প্রতিবেদনের কথায় ভরসা না রেখে, ব্যক্তিগতভাবে চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।