Optical Illusion of Hiding Cat: অপটিক্যাল ইলিউশনের সমাধানে আপনি কি চ্যাম্পিয়ন? এখানে লুকনো বেড়ালকে খুঁজে দেখান তো!
Updated: 03 Jan 2023, 04:52 PM IST Sritama Mitra 03 Jan 2023 optical Illusion, Optical Illusion of Cat, find the cat among houses brain teaser, অপটিক্যাল ইলিউশন, ব্রেন টিজার, বেড়াল নিয়ে ব্রেন টিজারএই অপটিক্যাল ইলিউশনে ১০ সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, খুব সহজে খুঁজে বের করে ফেলতে হবে ছবিতে লুকিয়ে থাকা বেড়ালটিকে। তবে একটি ‘বেড়াল খোঁজা এমন কি ব্যাপার’ বলে যাঁরা খুব সহজে নিচ্ছেন এই চ্যালেঞ্জ, তাঁরাও কি পারছেন ১০ সেকেন্ডে বেড়ালটিকে খুঁজে বের করতে?
পরবর্তী ফটো গ্যালারি