Health News: জিন নয়, বেশিরভাগ মানুষের বাঁচামরার হিসেব নাকি এদের হাতেই, চমক গবেষণায় Updated: 25 Feb 2025, 08:00 AM IST Sanket Dhar Life Expectancy Factors: জিনের নিয়ন্ত্রণে নয়, বরং অন্য কিছু জিনিসের নিয়ন্ত্রণে রয়েছে বেশিরভাগ মানুষের বাঁচামরার হিসেব। সম্প্রতি অক্সফোর্ড পপুলেশন হেলথের গবেষণায় উঠে এল সেই তথ্য।