পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Laxmi Puja Wishes: মা লক্ষ্মীর আশীসে ঘুচে যাক দুঃখ, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রিয়জনদের
Kojagori Laxmi Puja 2024 Wishes: শারদ পূর্ণিমার দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব। আর একটু পরেই শুরু হতে চলেছে মা লক্ষ্মীর আবাহন। ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আমাদের জীবনে শুধুই অর্থ বা সম্পত্তি নিয়ে আসেন না। তাঁর ধন অন্তরের, হৃদয়কে সমৃদ্ধ করে তোলার মধ্যেই তাঁর সার্থকতা। তাই মা লক্ষ্মীর কৃপা শুধু একার নয়, সকলে মিলে ভাগ করে নেওয়ার বিষয়। এই কৃপা আপনার পাশাপাশি বর্ষিত হোক আপনার আত্মীয়স্বজনদের উপরেও। বর্ষিত হোক প্রিয়জনদের জীবনে। মা লক্ষ্মীর পুজো উপলক্ষে তাই পরিবার,পরিজন ও পরিচিতদের জানান দিনটির শুভেচ্ছা।
আরও পড়ুন - Special Khichuri Bhog: লক্ষ্মীপুজোর ভোগে সবজি দিয়ে বানিয়ে নিন এই স্পেশাল খিচুড়ি, রইল রেসিপি
কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছাবার্তা
- মা লক্ষ্মীর কৃপায় সংসার ভরে উঠুক সুখ, সমৃদ্ধিতে। ধন, ঐশ্বর্যের দেবী সকলকে অর্থ সম্পত্তির পাশাপাশি মনের ঐশ্বর্যে ধনী করুক। কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে ও তোমার পরিবারকে।
- ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।/সর্ব্বত পাহি মাং দেবি মহালক্ষ্মী নমস্তুতে।। মা লক্ষ্মীর কৃপা সর্বদা তোমাদের উপর বর্ষিত হোক, এই কামনা করি। তোমাদের জীবন মায়ের আশীর্বাদে সুখময় হয়ে উঠুক। কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাদের।
- কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা। আপনি ও আপনার পরিবারের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনৈশ্বর্যের পাশাপাশি মনের ঐশ্বর্যও যেন এমনই অটুট থাকে।
- কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। মায়ের আশীর্বাদে তোমাদের যত দুঃখ অনটন, সব ঘুচে যাক।
- কোজাগরী লক্ষ্মী পুজোয় মায়ের আশীর্বাদ বর্ষিত হোক তোমার উপর। এই মাহেন্দ্রক্ষণে মা তোমার গৃহে পদার্পণ করুক। তার কৃপা সর্বদা তোমার সঙ্গে থাক।
- সুখ ও দুঃখ মিলিয়েই আমাদের এই জীবন। তবু দুঃখের সঙ্গে লড়াই করার শক্তিটুকু আমাদের প্রয়োজন হয়। মায়ের আগমন যেন আমাদের সেই শক্তি এনে দেয়। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই তোমাকে।
- কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। মা লক্ষ্মীর কৃপা এভাবেই বর্ষিত হোক তোমাদের সংসারে।
- মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সব বাধাবিপত্তি কেটে যাক। সুখের জোয়ার আসুক। এই কামনা করি। কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা।
- ধন ঐশ্বর্যের দেবী যেন সকলের মঙ্গল করেন। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে।
- মা লক্ষ্মী যেন দুঃখের সঙ্গে লড়াইয়ের শক্তিতে বলীয়ান করেন তোমাদের, এই আমার প্রার্থনা। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা।