পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Independence Day 2025: জাতীয় পতাকা উত্তোলনের সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, জানুন সঠিক নিয়ম
ভারতের জাতীয় পতাকা উত্তোলন একটি সম্মানজনক দায়িত্ব। একই সঙ্গে গুরুত্বপূর্ণও। এটি সবসময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে করা উচিত। দেশের সম্মান ও মর্যাদার প্রতীক এই পতাকাকে অবমাননা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই পতাকা উত্তোলনের সময় কিছু ভুল এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ।
পতাকা উত্তোলনের সময় একদম নয় এইসব ভুল
- পতাকা উত্তোলনের নিয়ম: পতাকা সবসময় দ্রুত উত্তোলন ও ধীরে ধীরে নামানোর নিয়ম। অফিস বা বাড়ি যেখানেই পতাকা উত্তোলন করুন, এই নিয়মে করা বাঞ্ছনীয়। সূর্যাস্তের পর পতাকা নামানোর নিয়ম।
আরও পড়ুন - স্বাধীনতা দিবসে সহকর্মী-পরিচিতদের জানান শুভেচ্ছা, কী লিখবেন? রইল সেরা ১০ মেসেজ
- মাটি বা জল স্পর্শ করানো: পতাকা উত্তোলনের সময় খেয়াল রাখবেন যাতে এটি মাটি বা জল স্পর্শ না করে। পতাকা দণ্ড বা দড়ি থেকে কোনওভাবে নিচে পড়ে গেলে তা দ্রুত তুলে নিতে হবে।
- অন্য পতাকা উপরে রাখা: ভারতের জাতীয় পতাকার উপরে বা সমান উচ্চতায় অন্য কোনও পতাকা উত্তোলন করা যাবে না। জাতীয় পতাকা সবসময় সর্বোচ্চ স্থানে থাকবে এবং অন্য কোনও পতাকার চেয়ে উপরে থাকবে।
- পতাকার ওপর কিছু লেখা বা আঁকা: জাতীয় পতাকার ওপর কোনও ধরনের স্লোগান, নকশা, বা ছবি আঁকা আইনত নিষিদ্ধ। পতাকাকে কোনও ধরনের বিজ্ঞাপন বা ফেস্টুন হিসেবে ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন - ১৫ অগস্ট নয়, ভারত কাগজকলমে ‘স্বাধীন’ হয় একমাস আগেই, কী ঘটেছিল ১৮ জুলাই?
- অর্ধনমিত করা: শুধুমাত্র সরকারি নির্দেশিকা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বা প্রধানমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। অন্য কোনও কারণে এটি অর্ধনমিত করা যাবে না।
- সূর্যাস্তের পর উত্তোলন নয়: সরকারি নিয়ম অনুযায়ী, সাধারণত সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে ফেলা হয়। তবে বর্তমানে কিছু বিশেষ সরকারি ভবনে রাতেও পতাকা উত্তোলনের অনুমতি আছে। ব্যক্তিগতভাবে পতাকা উত্তোলনের ক্ষেত্রে সূর্যাস্তের পর পতাকা নামিয়ে নেওয়াই নিয়ম।