Small fish Benefits: কাঁটার ভয়ে ছোট মাছ এড়িয়ে যান? এর গুণ জানলে আর না খেয়ে থাকতে পারবেন না
Updated: 28 Feb 2025, 09:00 AM IST Ayan Das 28 Feb 2025 small fishes, small fish, how small fish are beneficial, food value of small fishes, পুঁটি, আমুদি, কাচকি, ফলুই, মৌরলা, ট্যাংরাকথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। গরম ভাতের সঙ্গে মুচমু... more
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। গরম ভাতের সঙ্গে মুচমুচে করে মাছ ভাজা বা ঝাল ঝাল মাছের কোনও পদ থাকলে তো কথাই নেই। তবে মুচমুচে ভাজা বা বেশ ভালো করে ঝাল দেওয়া মাছ বলতেই সবার প্রথমে মাথায় আসে ছোট মাছের কথা। কিন্তু কাঁটার ভয়ে অনেকেই ছোট মাছ এড়িয়ে চলেন। কিন্তু এই সব ছোট মাছের গুণাগুণ জানলে অবাক হবেন।
পরবর্তী ফটো গ্যালারি