
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
করোনা ভাইরাসের এবার নয়া প্রজাতি। নাম EG.5 প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক করোনা ভাইরাসের প্রজাতি নিয়ে ইতিমধ্য়ে খোঁজখবর করে দেখছে। এবার সেই প্রজাতির ভাইরাস আমেরিকা ও ইংল্যান্ডে ছড়িয়েছে বলে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস একথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এটা আরও ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরও বেশি। এর জেরে রোগের প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝুঁকি সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশ করেছে।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোভিড সম্পর্কিত ব্যাপারে একটা নয়া সুপারিশ বের করেছে। সেখানে দেশগুলিকে বলা হচ্ছে যাতে তারা কোভিড সম্পর্কিত তথ্য দ্রুত জমা করে। সেই তথ্য়ের উপর যাতে তারা নজরদারি করে। মূলত এই কোভিডের ক্ষেত্রে মৃত্যুহার কেমন সেটাও দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারেও কোথাও কোনও ঘাটতি রয়েছে কি না সেটা দেখতে বলা হয়েছে।
কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন রাস্তাঘাটে আর সেভাবে কোভিড প্রটোকল মানার প্রবণতা নেই। কোভিডে আক্রান্ত হওয়ার সংখ্য়া ক্রমশ কমেছে। তার সঙ্গেই কোভিড নিয়ে উদ্বেগও কমেছে ক্রমশ। তবে এবার হুয়ের নতুন নির্দেশিকা অনুসারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস জানিয়েছেন, এটা আরও ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরও বেশি। এর জেরে রোগের প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports