
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Durga Puja 2024:কাতারের ক্রিসেন্ট মুন টাওয়ার সারা বিশ্বের কাছেই অন্যতম এক আকর্ষণ। এবার সেই টাওয়ারই দেখা যাচ্ছে দুর্গা পুজোর থিম হিসেবে। তবে কলকাতার কোথাও নয়, হুগলির জিরাটে দেখা যাবে এই বিশেষ থিম। এই দুর্গা পুজোর থিম ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ক্রিসেন্ট মুনের আদলে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। আলোকসজ্জার নিরিখে যে কারওর মায়াবী লাগতে পারে এই মণ্ডপ। শুক্রবার সন্ধ্যে থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে জিরাটে। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মানুষের ঢল নেমেছে মুন টাওয়ারের বিখ্যাত মণ্ডপ দেখার জন্য।
চুঁচুড়া থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত বলাগড় ব্লক। বলাগড় ব্লকের জিরাটে অনুষ্ঠিত হচ্ছে আদি বারোয়ারির এই পুজো। প্রতি বছরই এই পুজো অভিনবত্বের প্রচেষ্টা রাখে। চলতি বছরও পুজোর থিমে দেখা যাচ্ছে সেই অভিনবত্ব। কলকাতা বা কোনও বড় শহর থেকে অনেকটা দূরে হওয়ায় জিরাট আদি বারোয়ারির পুজোয় কোনও বড় সংস্থার পৃষ্ঠপোষকতা থাকে না। স্থানীয় বাসিন্দাদের চাঁদাতেই পুজো সম্পন্ন করা হয়। তবে এখানে চাঁদা দেওয়ার রীতিও অভিনব। পুজো উদ্যোক্তাদের টথায়, জিরাটের আদি বারোয়ারির পুজোয় পরিবারভিত্তিক চাঁদা নেওয়া হয় না। বরং পরিবারের প্রতি সদস্যরাই চাঁদা দিয়ে থাকেন। তাঁদের সামর্থ্য অনুযায়ী চাঁদা দেন তারা।
আরও পড়ুন - Santosh Mitra Square Theme: লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে?
হোক না সদর শহর থেকে অনেকটা দূর। হোক না আপাতভাবে অল্প পরিচিত পুজো। তা সত্ত্বেও প্রতি বছর বড় অরে মাতৃ আরাধনার প্রয়াস থাকে জিরাটের এই পুজোয়। আর সেই প্রয়াসে সাড়া দেন এলাকার প্রত্যেকেই। পরিবারপিছু চাঁদার বদলে পরিবারের সদস্যপিছু চাঁদা দেওয়ার নিয়ম। তাই পুজোর জন্য অর্থসংস্থান শেষ পর্যন্ত হয়েই যায়। বর্তমানে এই পুজোর বাজেট ৩৬ লক্ষ টাকা। একমাত্র সরকারি অনুদান ছাড়া অন্য কোনও অনুদান বা পৃষ্ঠপোষকতা পায় না হুগলির এই পুজো।
কোনও নামিদামী শিল্পীদের দিয়ে এবারের থিম তৈরি করা হয়নি। বরং সাধারণ মিস্ত্রিরাই দিনরাত এক করে থিমটি গড়ে তুলেছেন। অন্যদিকে প্রতিমা সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে ছোট ছোট রঙিন পাথর। থিমের মণ্ডপ ক্রিসেন্ট মুন টাওয়ারের আদলে গড়তে চলতি বছর খরচ হয়েছে কমবেশি ২৪ লক্ষ টাকা। ৯০ ফুট উঁচু ও ১২০ ফুট চওড়া এই মণ্ডপের প্রতিমা নিয়ে মোট ব্যয় অবশ্য দাঁড়িয়েছে ৩৬ লক্ষ টাকাই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports