বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: ছুটির দিনে দ্বিগুণ হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর দিলখুশ করে ফেলুন
পরবর্তী খবর
Bangla Jokes Collection: ছুটির দিনে দ্বিগুণ হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর দিলখুশ করে ফেলুন
1 মিনিটে পড়ুন Updated: 21 May 2023, 05:15 PM ISTSuman Roy
Viral Bangla Jokes: রবিবারের ছুটির মজা বাড়বে দ্বিগুণ। যদি হাসতে পারেন প্রাণখুলে। রইল দিনের সেরা ৫ জোকস।
পড়ে নিন দিনের সেরা ৫ জোকস
আজ রবিবার। ছুটির দিন। কিন্তু তার মধ্যেও কি মন খারাপ লাগছে? দিনটা শেষ হয়ে এল বলে? তাহলে এই শেষ বেলায় পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস। অন্তত একটু প্রাণখুলে হেসে নিতে পারবেন।
১। একবার দুই সরল লোকের দেখা। প্রথম জন একটি ছাগল নিয়ে যাচ্ছিলেন।দ্বিতীয় জন: কী রে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?প্রথম জন: স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি।দ্বিতীয় জন: আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো রবিবার!
২। ভিক্ষুক গিয়ে দরজায় কড়া নাড়লো। বাড়ির মালকিন দরজা খুললেন।ভিক্ষুক: মা গো! দুটো ভিক্ষা দিন, মা।মহিলা: বাড়িতে মানুষ নেই, যাও।ভিক্ষুক: আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হত।
৪। ক্রিসমাসের আগে এক সান্তাক্লজ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছেন।প্রেসিডেন্ট: আপনার জীবনের একটি ইচ্ছার কথা বলুন।সান্তাক্লজ: আমি আগামিবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাই।প্রেসিনডেন্ট: আপনি কি পাগল হয়েছেন?সান্তাক্লজ: এই গুণটা থাকা কী বাধ্যতামূলক?
৫। চকলেটের দোকানে এক পাকা ছেলের সঙ্গে দেখা এক ভদ্রলোকের।ভদ্রলোক: খোকা, এত চকলেট খেও না। তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই রোগ হবে।খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?ভদ্রলোক: অবশ্যই।খোকা: আমার ঠাকুমার বয়স ১০৭ বছর।ভদ্রলোক: তোমার ঠাকুমা নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।খোকা: সেটা জানি না। তবে ঠাকুমা কখনও অন্যের ব্যাপারে নাক গলান না।