প্রায় আড়াই লাখ স্কোয়ার ফিটের অফিস ভাড়া নিল অ্যাপল। বেঙ্গালুরুতে এই সুবিশাল অফিসের জন্য মাসে ভাড়া গুণতে হবে ৬.৩ কোটি টাকা। টেক সিটি হওয়ায় এমনিতেই বেঙ্গালুরুতে ভাড়া আকাশছোঁয়া। তার উপর অ্যাপলের সংস্থার জন্যই ভাড়ার অঙ্ক কোটির ঘরে। ডেটা অ্যানালিটিক্স সংস্থা প্রপসট্যাকের খবর অনুযায়ী, ওই অফিসটি দশ বছরের জন্য ভাড়া নিচ্ছে অ্যাপল।
কত বছরের জন্য এখানে অফিস থাকবে?
বর্তমানে ভারত থেকে ফোন রপ্তানির নিরিখে শীর্ষ স্থানে রয়েছে অ্যাপল। ২০২৪-২৫ অর্থবর্ষ অনুযায়ী, দেড় লাখ কোটি টাকার ফোন রপ্তানি হয়েছে ভারত থেকে। প্রপসট্যাকের খবর, এমব্যাসি গ্রুপের বহুতলের একাধিক তল ভাড়া নিয়েছে অ্যাপল। সঙ্গে রয়েছে একটি কার পার্কিংও। আগামী দশ বছরের জন্য এই পুরো এলাকার জন্য আই ফোন নির্মাতাদের ভাড়া দিতে হবে প্রায় ১ হাজার কোটি টাকা। গত এপ্রিল থেকে লিজ নিতে শুরু করেছে অ্যাপল। সেই হিসেবে ২০৩৫ সাল পর্যন্ত লিজ বরাদ্দ থাকবে।
আরও পড়ুন - ‘আমার জন্যই…’ নিজের গুণ গাইতেই ব্যস্ত ট্রাম্প! হঠাৎ মাইক অন হতেই ফাঁস কীর্তি
কত ভাড়া প্রতি বর্গফুটে
প্রসঙ্গত ওই বহুতলের প্রতি স্কোয়ার ফিটের ভাড়া এমনিতেও যথেষ্ট বেশি। প্রাথমিক ভাড়া প্রতি বর্গফুট প্রতি মাসে ২৩৫ টাকা। এখনও পর্যন্ত সংস্থার তরফে ৩১.৫৭ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর ভাড়া ৪.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে আর সে কারণেই মোট ১,০০০ কোটি টাকারও বেশি টাকা দিতে হবে অ্যাপলকে।
আরও পড়ুন - ট্রাম্পের কোপে পড়ে পদক্ষেপ ভারতের! তুলো আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের
অ্যাপলের অফিসের পরবর্তী ঠিকানা
প্রপসট্যাকের সূত্র অনুযায়ী, ওই বহুতলের পাঁচতলা থেকে তেরোতলা পর্যন্ত মোট নয়টি তলা ভাড়া নিয়েছে অ্যাপল। বেঙ্গালুরু ও হায়দরাবাদ বহু কর্মী রয়েছে অ্যাপলের। তাদের অফিসের পরবর্তী ঠিকানা হতে পারে এই বহুতলটি।