‘আমার জন্যই ডিল করতে চাইছে পুতিন!’ রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করে মাইক যে অন করে রেখেছেন, তা খেয়ালই করেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জেরেই তাঁর বলা ‘গোপন’ কথা এবার ভাইরাল নেটদুনিয়ায়। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের সঙ্গেই কথা চালিয়ে যাচ্ছেন তিনি।
কারা ছিলেন বৈঠকে?
আলাস্কায় গত সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠক হয় তাঁর। এর পর সোমবার বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। সোমবারই তাঁর বৈঠক ছিল ইউরোপীয় নেতাদের সঙ্গে। রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কাইর স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুট সহ সাত ইউরোপীয় নেতা।
আরও পড়ুন - ট্রাম্পের কোপে পড়ে পদক্ষেপ ভারতের! তুলো আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের
পুতিনকে নিয়ে কী বলছিলেন ট্রাম্প?
বৈঠক চলাকালীন হঠাৎই মাইক অন হয়ে যায়। সেই সময় ট্রাম্প ম্যাক্রোঁকে পুতিন সম্পর্কে একটি কথা বলছিলেন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, তিনি মনে করেন রাশিয়ান প্রেসিডেন্ট ‘একটি চুক্তি করতে চান।’ এর পরে বিষয়টিকে অদ্ভুত বলতেও শোনা যায় তাঁকে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘তিনি আমার জন্য একটি চুক্তি করতে চান, বুঝতে পারছেন? শুনতে যতই অদ্ভুত হোক না কেন!’ প্রসঙ্গত, ইউরোপের প্রধানদের সঙ্গে এই দিনের বৈঠকটি মূলত ছিল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসংক্রান্ত। যুদ্ধের বিষয়ে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতেই এই বৈঠক। হোয়াইট হাউস সূত্রের খবর, বেশ ভালো হয়েছিল গতকালের দুটি বৈঠকই।
আরও পড়ুন - ‘কবে ইউক্রেন যুদ্ধ শেষ হবে? জানি না’, পুতিনে জব্দ ট্রাম্প? তাও পেটালেন নিজের ঢাক
দুই পক্ষই তৈরি দ্বিপাক্ষিক আলোচনার জন্য
বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আক্রমণের জেরে ইউক্রেনে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্টও চান যুদ্ধ দ্রুত বন্ধ হোক। অন্যদিকে ক্রেমলিনের একজন উচ্চপদস্থ আধিকারিক সূত্রে খবর, রাশিয়াও যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত। তবে ট্রাম্প নানাভাবে প্রমাণ করতে চেয়েছেন, এই গোটা বিষয়টিই তাঁর জন্যই সম্ভব হচ্ছে। এই দিনের মাইক বিভ্রাটও তাঁর অংশ কি না বোঝা যায়নি অবশ্য।