২০১৩ সালের ৩ জুন, মুম্বইয়ের জুহুতে নিজের ফ্ল্যাট থেকে জিয়া খানকে মৃত অবস্থায় উদ্ধার হয়। এদিকে এই মৃত্যুর পর বদলে গিয়েছিল তাঁর তৎকালীন প্রেমিক সূরজ পাঞ্চোলির জীবন। সেসময় সূরজের বিরুদ্ধেই জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপর প্রায় ১০ বছর ধরে দীর্ঘ আইনি লড়াই চলার পর ২০২৩ সালে সিবিআই-এর বিশেষ আদালত প্রমাণের অভাবে সূরজকে বেকসুর খালাস করে দেয়। সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন সুরজের মা জারিনা ওয়াহাব। জিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে কী অবস্থার মধ্য দিয়ে গিয়েছে সেবিষয়েই কথা বলেছেন তিনি। জারিনার দাবি জিয়া যখন মারা যাওয়ার মাস খানেক আগেই জিয়া ও সুরজ আলাদা হয়ে গিয়েছিল।
ঠিক কী বলেছেন জারিনা ওয়াহাব?
নয়নদীপ রক্ষিতের সঙ্গে কথোপকথনে জারিনা ওয়াহাব বলেন, ‘একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, সূরজকে নিয়ে অনেকেই নানান কথা ভাবেন। তাঁরা (জিয়া ও সূরজ) যখন বন্ধু ছিলেন, তখন সলমন সূরজকে লঞ্চ করতে যাচ্ছিলেন। তখন আমি ওকে (সুরজ পাঞ্চোলি) বলি, সলমন তোমাকে লঞ্চ করতে চলেছে, তাই এবার থামো। তখন সে (সুরজ) গিয়ে ওকে (জিয়া) জানায় যে আমার বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে চান না। তাই চলো আমরা এবার আলাদা হয়ে যাই। জিয়া তখন বলে, আমি কি একবার এসে তোমার সঙ্গে দেখা করতে পারি? তাই ও (সূরজ) বলে হ্যাঁ তুমি বন্ধু হিসেবে এসে আমার সঙ্গে এসে দেখা করতে পারো, কিন্তু গার্লফ্রেন্ড হিসেবে নয়।’
আরও পড়ুন-১৫০ কোটির গণ্ডি ছাড়াল অজয় দেবগনের ছবি, 'শয়তান'কে হারাতে আর কত দূরে রেইড ২ ? আয় কত হল?