কাজের বাইরে শুধুই নিজের পরিবারকে সময় দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ি ফিরেই নিজের ফোন সাইলেন্ট করে দেন তিনি। তখন মায়ের পুরো সময়ের ওপর শুধু অধিকার দুই ছেলেমেয়ের। ইউভান একটু বড়, আস্তে আস্তে পড়াশোনার জগতে ব্যস্ত হয়ে যাচ্ছে সে। তবে ইয়ালিনি এখন সব সময় নিজের খেলা নিয়েই ব্যস্ত থাকে।
তবে শুধু খেলা নয়, এখন থেকেই ধীরে ধীরে মায়ের কাছে পড়াশোনা শিখছে সে। পড়াশোনার প্রথম ধাপ অর্থাৎ নিজের পরিবারের সকলের নাম এবং নিজের নাম বলা শিখছে ইয়ালিনি। আদো আদো গলায় ছোট্ট ইয়ালিনির মুখে তার নাম বলা শুনে তাকে আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
শুভশ্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি সোফায় শুয়ে শুয়ে মায়ের সঙ্গে নিজের নাম বলা প্র্যাকটিস করছে। শুভশ্রী যখন বলছেন হোয়াট ইজ ইওর নেম, তখন ইয়ালিনি বলছে, ইয়ানিনি চবিতি।
মেয়ের মুখে এই কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী। তবে নিজের নাম আদো আদো ভাষায় বললেও দাদা এবং বাবার নাম কিন্তু বেশ স্পষ্ট করেই বলে সে। যদিও পদবীটা বলতে পারে না সে। বাড়ির ঠিকানাও বলতে এখনও সে অভ্যস্ত নয়। কিন্তু এই বয়সেই যেভাবে শুভশ্রী নিজের মেয়েকে ধীরে ধীরে তৈরি করছেন, তাতে সবকিছুই সে খুব তাড়াতাড়ি শিখে যাবে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
বাংলা ইন্ডাস্ট্রির তারকা সন্তানদের মধ্যে ইউভান এবং ইয়ালিনি সব থেকে জনপ্রিয়। মাঝেমধ্যেই সমাজ মাধ্যমের পাতায় তাদের টুকটাক দুষ্টুমির ভিডিয়ো চোখে পড়ে। কখনও স্পাইডারম্যান সুপারম্যান সেজে দুই ভাই বোনের খুনসুটি, কখনও আবার বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া, কাজের ফাঁকে যতটা সম্ভব ছেলে মেয়েকে সময় দেন শুভশ্রী-রাজ দুজনেই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’, যা ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার পরেই একটি অ্যাড শুট করার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন শুভশ্রী।