‘প্রজাপতি’ সিনেমায় দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচর্যকে। চলতি বছরের ডিসেম্বর মাসে ‘প্রজাপতি ২’ আসার কথা রয়েছে। মাঝে শোনা গিয়েছিল ইধিকা পাল নায়কের এই ছবিতে থাকছেন। তারপর রটে যায় তিনি নাকি বাদ পড়েছেন, তাঁর বদলে দেখা যাবে ছোট পর্দার আর এক জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। তবে ছবির শ্যুটিং শেষ হলে জানা যায়, জ্যোতির্ময়ী তো থাকছেনই, সঙ্গে থাকছেন ইধিকাও। কিন্তু এবার দেবের সঙ্গে দেখা যায় উড়ন তুবড়ি খ্যাত সোহিনী বন্দোপাধ্যায়কেও। তবে কি তিনিও এই ছবিতে থাকছেন?
আরও পড়ুন: ‘তোমার স্পর্শের জন্য আকুল হই…’, প্রবীর নয়, কার উদ্দেশ্যে এমন লিখলেন গীতশ্রী?
কী দেখা গিয়েছে?
বুধবার রাতে সোহিনী লন্ডন থেকে দেবের সঙ্গে নিজের ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। গোলাপি রঙের টপ ও জিন্সে দেবের পাশে নজর কেড়েছেন নায়িকা। 'প্রজাপতি'র লুকেই হাসি মুখে দেখা মিলেছে দেবের। তবে কেবল এই একটি ছবি নয় সোহিনী তাঁর স্বামী জয়সূর্য গুপ্তকে সঙ্গে নিয়েও দেবের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন 'দেব'।
এর থেকে অনেকেই ধারণা করেন যে, তবে কি দেবের ‘প্রজাপতি ২’তে তাঁকেও দেখা যাবে? সে রকম কোনও খবর অবশ্য এখনও পাওয়া যায়নি নির্মাতাদের পক্ষ থেকে। আসলে বিয়ের পর থেকে লন্ডনে স্বামীর সঙ্গে থাকেন সোহিনী। সেখানেই সম্ভবত শ্যুটিংয়ের সময় দেবের দেখা পেয়েছিলেন নায়িকা। সুপারস্টারের দেখা পেয়ে তাঁর সঙ্গে ছবিও তুলেছিলেন অভিনেত্রী। আর তাঁর সেই আনন্দের মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তাই তাঁর সঙ্গে যে 'প্রজাপতি ২'-এর সেরকম কোনও সম্বন্ধ নেই তা খানিকটা হলেও আন্দাজ করা যায়।
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে করেছে বোন সোনাক্ষী! 'কোনও সম্পর্ক নেই…', জাহির প্রসঙ্গে যা বললেন দাদা কুশ
প্রসঙ্গত, সাড়ে দশ বছরের প্রেম সোহিনী-জয়সূর্যর। কর্মসূত্রে বেশ কিছু বছর ধরে লন্ডনে থাকেন জয়সূর্য, পেশায় তিনি ইঞ্জিনিয়ার। বিয়ের পর টেমসের পারেই নতুন সংসার পেতেছেন সোহিনী। স্কুলজীবনের প্রেম সোহিনী-জয়সূর্যর। অভিনয় জগতের আর পাঁচজনের মতো নিজের সম্পর্ককে কোনওদিন গোপন রাখেননি সোহিনী। প্রকাশ্যে জানিয়েছেন তাঁর ভালোবাসার কথা। ২০২৪ সালের ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। নায়িকাকে কাজের সূত্রে শেষ দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় মেগা 'উড়ন তুবড়ি'তে।