কিছুদিন আগেই জানা গিয়েছিল জি -এর নতুন চ্যানেল জি বাংলা সোনার আসছে। সেখানে একাধিক ধারাবাহিক ও রিয়্যালিটি শো দেখা যাবে। এবার জানা গেল কবে থেকে শুরু হবে এই চ্যানেল, পাশাপাশি সামনে এল জি সোনার ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের সময়।
আরও পড়ুন: বনিকে জন্মদিনের আদুরে বার্তা কৌশানির! কত বছর বয়স হল অভিনেতার?
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে সায়কের লুক প্রকাশ্যে এল! কোন ভূমিকায় দেখা যাবে নায়ককে?
২৫ অগস্ট থেকে শুরু হচ্ছে জি বাংলা সোনার। আসছে বিশ্বনাথ ও মিমির নতুন ধারাবাহিক। আর এই মেগাতেই থাকছেন ইন্দ্রাশীষ রায়ও। তবে তাঁর চরিত্রে থাকছে বড় চমক। ইন্দ্রাশীষ রায়কে এখানে ভগবান মহাদেবের চরিত্রে দেখা যাবে। এই ধারাবাহিক আসতে চলেছে ২৫ অগস্ট থেকে রাত ৮টা থেকে এই মেগা সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: মুম্বই পাড়ি দিলেন তৃণা সাহা! বাংলার সীমানা ছাড়িয়ে বলিউডে পা দিলেন নায়িকা?
আরও পড়ুন: ক্যানসারের জন্য কাজ পাচ্ছেন না হিনা! 'আমাকে দয়া করে ফোন করুন…', বললেন নায়িকা
অন্যদিকে, এক সময়ের হিট ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, এবার তা অনুকরণেই আসছেন নতুন মেগা 'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম'। মেগার প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই বেদেনি জ্যোৎস্নার ভূমিকায় নজর কেড়েছেন ইন্দ্রানী পাল। এই ধারাবাহিকও ২৫ অগস্ট থেকে রাত ৭টা থেকে এই মেগা সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: মা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এ কী পোস্ট করলেন কিয়ারা! শোরগোল নেটদুনিয়ায়
আরও পড়ুন: বক্স অফিসে 'মহাবতার নরসিংহ'-এর জয়জয়কার! কত আয় করল ছবিটি?
জি সোনারে একটি নতুন রিয়্যালিটি শোয়ে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঐন্দ্রিলা এবং বিক্রম। অনুষ্ঠানটির নাম ‘১০ দিনে ১০ লাখ’। এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকাতেই দেখা যাবে এই দুই তারকাকে। ২৫ অগস্ট থেকে রাত ৯টা থেকে এই রিয়্যালিটি শো সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে এন্ট্রি সায়কের! কোন চরিত্রে দেখা যাবে নায়ককে?