বিতর্ক আর বিবেক যেন এখন মুদ্রার এপিঠ-ওপিঠ! ‘দ্য কাশ্মীর ফাইসল’-এর পর নিজের সাম্প্রতিক ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জেরেও সংবাদ শিরোনামে পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার বলিউড অভিনেতা জন আব্রাহামের উপর ক্ষুব্ধ পরিচালক।
সম্প্রতি জিসম তারকা প্রকাশ করেছেন যে তিনি কখনই এমন চলচ্চিত্রে অভিনয় করবেন না যা মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে। এই প্রসঙ্গে দ্য কাশ্মীর ফাইলস এবং ছাভার মতো ছবির উদাহরণ দেন নায়ক। এবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী ফুঁসে উঠলেন জনের এই মন্তব্য নিয়ে। পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘জন কোনও ইতিহাসবিদ নন, বুদ্ধিজীবী নন, চিন্তাবিদ বা লেখক নন। সত্যমেব জয়তে-র মতো উগ্র জাতীয়তাবাদী ছবিও বানাচ্ছেন তিনি। তিনি ডিপ্লোম্যাট…. তিনি নিশ্চয়ই বিভিন্ন কারণে এ কথা বলেছেন। আপনি যদি আমাকে বলতেন কোন মহান ঐতিহাসিক এ কথা বলেছেন, তাহলে না হয় আমি বুঝতাম। জন কী বলছে তাতে আমার কিছু যায় আসে না’।
এখানেই থেমে থাকেননি তিনি। বিবেক আরও বলেন, ‘ভারতের পরিবেশ কখন অতি-রাজনৈতিক ছিল না? কবে ভারতে হিন্দু-মুসলমান তথা জাতপাতের সমস্যা ছিল না? তিনি মোটরবাইক চালানো, শরীর দেখানো, প্রোটিন খাওয়ার জন্য পরিচিত- এসব বিষয়ে তার মনোযোগ দেওয়া উচিত। সিনেমা নিয়ে কথা না বললে ভাল’।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানান, তিনি কখনোই এমন ছবি বানাবেন না যা দর্শকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করবে। তিনি বলেন, ‘আমি ছাভা দেখিনি, তবে আমি জানি যে লোকেরা এটি পছন্দ করেছে - এবং দ্য কাশ্মীর ফাইলসও। কিন্তু যখন হাইপার-পলিটিক্যাল পরিবেশে মানুষকে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে সিনেমা বানানো হয় এবং এ ধরনের সিনেমা দর্শক খুঁজে পায়, তখন সেটা আমার কাছে ভীতিকর’।
এই ধরণের ছবি তাঁকে প্রলুব্ধ করে না, সাফ কথা জনের। ১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি হিন্দুদের বিতাড়িত করার ঘটনাকে ঘিরে কাশ্মীর ফাইলস তৈরি। মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী জোশী অভিনীত ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে, বিশ্বব্যাপী ৩৪১ কোটি টাকা আয় করে। বিবেক অগ্নিহোত্রী তাঁর আসন্ন ছবি দ্য বেঙ্গল ফাইলসের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্রটি ১৯৪৬ সালের গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি। মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, সিমরত কৌর, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, নমশি চক্রবর্তী, রাজেশ খেরা, পুনিত ইসার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস এবং মোহন কাপুর অভিনীত ছবিটি ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।