
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আলিবাগে প্রস্তুত হয়ে গিয়েছে বিরাট কোহলির স্বপ্নের বাড়ি। আর সেই বাড়ি কেমন হল, কোন জায়গা কীভাবে সাজিয়েছেন সবটাই এদিন একটি ভিডিয়ো পোস্ট করে তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এদিন তিনি এই ভিডিয়োটি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করেছেন।
বিরাট কোহলি জানিয়েছেন ১২ মাস ধরে তাঁর এই স্বপ্নের বাড়িটি তৈরি করা হয়েছে। এখানে তিনি আলিশান ইন্টিরিয়র বানিয়েছেন সঙ্গে রয়েছে বাগান, পুল, ইত্যাদি। যেখানে একদিকে অবসর নেওয়ার পর তিনি লন্ডনে গিয়ে থাকবেন কিনা সেটা নিয়ে চর্চা চলছে সেখানে আরেকদিকে তিনি সেসব গুজবে জল ঢেলে নিজের নতুন বাড়ি ঘুরিয়ে দেখালেন।
এই ৩৫ বছর বয়সী ক্রিকেটার এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ৬২ সেকেন্ডের ক্লিপ পোস্ট করে আলাপ করান নিজের হলিডে হোমের সঙ্গে। এটি আলিবাগের আওয়াসে অবস্থিত, যেটা শহর থেকে একটু দূরে, নিরিবিলি জায়গা। বেশি ট্যুরিস্ট আসে না, তাই বিচ বেশ পরিস্কার পরিচ্ছন্ন।
বিরাট তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন 'আমার আলিবাগের বাড়ির সফরটা দারুণ, নির্ঝঞ্ঝাট ছিল। সেটাকে এভাবে পেয়ে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আবাস টিমকে আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য। এখানে আমার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর অপেক্ষা করতে পারছি না আর।' এই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায় যে কেন তিনি এই জায়গাটি বেছেছেন, কেন এখানেই বাড়ি বানালেন।
বিরাট জানান, 'আমি যখন এই প্রজেক্টের বিষয়ে শুনি তখন আমার ব্যাপারটা বেশ ইউনিক লেগেছিল। লোক বসতি আছে আবার নিজের মতো সময় কাটানোর অবকাশ আছে। সমস্ত সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে ওয়ার্ল্ড ক্লাস স্পা আছে কাছেই যা আমার জন্য সবথেকে বড় আকর্ষণ। তাই এত সব একসঙ্গে পেয়ে না বলার জায়গা ছিল না কোনও। আমার লিভিং স্পেসটা সবথেকে ভালো লেগেছে। প্রাকৃতিক ভাবে আলো বাতাস খেলবে। সবটাই খুব সাটেল এবং ক্ল্যাসি হয়েছে।'
আরও পড়ুন: শ্যুটিং চলাকালীন পড়ে গিয়ে হাড় ভাঙলেন উর্বশী! ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন?
প্রসঙ্গত টি২০ বিশ্বকাপ খেলার পর আপাতত ছুটিতে আছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে তিনি ৫৯ রান করেছিলেন। এতদিন পর কাপ জিতে বিজয় মিছিলে সামিল হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই তিনি লন্ডনে উড়ে যান পরিবারের কাছে ছুটি কাটানোর জন্য।
৳7,777 IPL 2025 Sports Bonus