ক্রিকেট খেলায় যে দারুণ পারদর্শী তিনি, এমন 'অভিযোগ' ভিকি কৌশলের নামে নেই। অভিনয়ে তাঁর দক্ষতা সুবিদিত। ভিকি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হলেও ভারতীয় ক্রিকেট দলে যে নিজের ক্রিকেটীয় দক্ষতার গুণে জায়গা করে নেবেন এমন আশা খুব সম্ভবত তাঁর বিরাট ভক্তরাও করেন না। কিন্তু, শেষমেশ ভিকি কৌশলের নাম দেখা গেল ভারতীয় দলের স্কোরবোর্ডে। না কোনও গন্ডগোলের ফলে নয়। তাঁর সমনামী দু'জন ক্রিকেটারের নাম পরপর ফুটে উঠল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের স্কোরবোর্ডে। সেই দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা। ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও বেশি সময় নেননি তাঁরা। ট্যাগ করেছেন ভিকিকেও। এবং তা দেখে নিজেও ভারি মজা পেয়েছেন ভিকি।শুরু থেকেই বলা যাক গোটা বিষয়টি। গত শনিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। যথাক্রমে সেই ম্যাচে উইকেট পেয়েছেন ভারতীয় দলের দুই বোলার ভিকি অস্টওয়াল এবং কৌশল তাম্বে। এবং এরপর সেই ম্যাচের স্কোরবোর্ডে ভারতীয় দলের উইকেটশিকারীদের তালিকায় পরপর ভেসে ওঠে তাঁদের নাম। ব্যাস! শয়ন-চক্ষু ভিকি-ফ্যানদের তা নজর এড়ায়নি। সঙ্গে সঙ্গে সেই স্কোরবোর্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। ট্যাগ করেছেন ভিকিকেও।ভিকি নিজেও যে এই পোস্ট দেখে যে ভারি মজা পেয়েছেন, অচিরেই পাওয়া গেল সেই প্রমাণ। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই স্কোরবোর্ডের ছবির স্ক্রিনশট পোস্ট করে মজা করে 'উরি'র নায়ক লেখেন, 'আমার নাম নিয়ে কারচুপি করার জন্য ইন্টারনেটকে ধন্যবাদ।'যদিও একইসঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। সঙ্গে হৃদয়ের ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের সাবিরুদ্ধে সেই ম্যাচে জয়ী হয়েছে ভারতীয় দল। এবার বুধবার সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ২২ গজে নামতে চলেছে তাঁরা।