1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2023, 09:20 AM ISTSanket Dhar
Uttam Kumar Mahalaya: বাঙালির মহানায়ক চণ্ডীপাঠের ‘মহানায়ক’ হয়ে উঠতে পারেননি উত্তম কুমার। মহালয়ার দিন কী ঘটেছিল আকাশবাণীর দফতরে? ফিরে দেখা সেই ইতিহাস।
চণ্ডীপাঠে ‘মহানায়ক’ হতে পারেননি উত্তম কুমার
দেবীপক্ষের সূচনা হল আজ। মহালয়া তিথির সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম সমার্থক হয়ে উঠেছে বঙ্গমানসে। এই দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কন্ঠের ‘চণ্ডীপাঠ’ না শোনা মানে যেন পুজোর সূচনায় কোনও খামতি থেকে যাওয়া। আপামর বাঙালির কাছে প্রবাদপ্রতিম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এই ‘প্রবাদপ্রতিম’-এর কাছে হার মানতে হয়েছিল স্বয়ং উত্তম কুমারকেও।
১৯৭৬ সালে বাংলা সিনেমার সম্রাট উত্তম কুমার। খ্যাতির চূড়ায় সেইসময়। তখনই বীরেন্দ্রকৃষ্ণের বদলে চণ্ডীপাঠের প্রস্তাব আসে তাঁর কাছে। তিনি সে প্রস্তাব গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রযোজনায় ছিল আকাশবাণী। কিন্তু মহালয়ার ভোরে উত্তম কুমার-এর গলায় চণ্ডীপাঠ শুনে রেগে আগুন হয়েছিল আপামর বাঙালি। সম্প্রচারের পর থেকেই শুরু হয় তুমুল বিক্ষোভ। ‘মহিষাসুরমর্দিনী’-র বদলে সেইবার সম্প্রচারিত অনুষ্ঠানের নাম ছিল ‘দেবীং দুর্গতিহারিণীম’। উত্তমের গলায় তা শোনার পরই ফোনের ওপার থেকে বহু অভিযোগ আসতে থাকে আকাশবাণীর অফিসে। অনেকেই অফিসের সামনে গিয়ে জড়ো হয়েছিলেন। কাতারে কাতারে বিক্ষুব্ধ মানুষ দাবি তোলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ফিরিয়ে আনার। বাঙালির আবেগকে অস্বীকার করতে পারেনি আকাশবাণী। বিপাকে পরেই বাধ্য হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনুষ্ঠান পুনরায় সম্প্রচার করা হয়। মহাষষ্ঠীর দিন সকালে আকাশবাণী তা সম্প্রচার করে।