এসে গেল ২০২৪ সালের শেষ টিআরপি। এখন দেখার কে একেবারে ধামাকা দিয়ে বছরটা শেষ করল। আর কে পারল না! সেই হিসেবে চমকে দিল স্টার জলসাই। গীতা এলএলবি সোজা উঠে এল ১ নম্বরে। অবশ্য একা নয়, ফুলকিকে সঙ্গে নিয়ে। দুজনেই পেয়েছে ৭.৯ রেটিং।
দ্বিতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রী। আপাতত জগদ্ধাত্রী আর সয়ম্ভূর মধ্যে মিল দেখানো হচ্ছে। ফলত দর্শকরাও বেশ উৎসাহ পাচ্ছেন। তৃতীয় স্থানেও দুটো সিরিয়াল একত্রে, আর তা হল কথা ও পরিণীতা। এই দুই মেগার প্রাপ্ত নম্বর ৭.৭।
আরও পড়ুন: বহুরূপীর আয়কে ছাপিয়ে গেল খাদান! বক্স অফিসে দেব-গর্জনে কাবু সন্তান, ৭ দিনে কে কত ঘরে তুলল
এখানে বলে রাখা ভালো, পরিণীতা-র প্রোমো আসার পর মুখ্য চরিত্রে উদয় প্রতাপ সিং-কে দেখে অনেকেই নাক কুঁচকেছিলেন। কারণ মিঠাই আর নিম ফুলের মধুতে উদয়প্রতাপ ছিলেন পার্শ্ব চরিত্রে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ক্রমাগত টিআরপি চার্টে নিজের জায়গা পোক্ট করছে পরিণীতা। এমনকী স্লটও ছিনিয়ে নিয়ে উড়ানের (চলতি সপ্তাহে রেটিং ৭.৩, রয়েছে চতুর্থ স্থানে) থেকে।পাঁচ নম্বরে রাঙামতি তীরন্দাজ।
চলুন দেখে নেওয়া যাক টিআরপি-র সেরা ১০ তালিকা
প্রথম: ফুলকি/ গীতা এলএলবি (৭.৯)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.৮)
তৃতীয়: কথা/ পরিণীতা (৭.৭)
চতুর্থ: উড়ান (৭.৩)
পঞ্চম: রাঙ্গামতি তীরন্দাজ (৭.০)
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
সপ্তম: তেঁতুলপাতা/ আনন্দী (৬.২)
অষ্টম: শুভ বিবাহ (৬.১)
নবম: অনুরাগের ছোঁয়া + রোশনাই (15min) (৫.৬)
দশম: মিত্তির বাড়ি (৫.৫)
অনেকেই হতাশ মিত্তির বাড়ির টিআরপি দেখে। হবে নাই বা কেন, জি বাংলার হিট নায়ক আদৃত রায়ের কামব্যাক ধামাকা করবে ভেবেছিল সকলে। আদৃতের মহিলা ভক্ত নিয়েও নতুন করে কিছু বলার নেই। কিন্তু এখনও সেভাবে জমিয়ে বসতে পারেনি মিত্তির বাড়ি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা তৈরি করছে এটিকে। এখন দেখার নতুন বছর নতুন ভাগ্য নিয়ে আসে নাকি মিত্তির বাড়ির জন্য।
নন ফিকশনের টিআরপি:
বহুদিন হল নতুন কোনো রিয়েলিটি শো আনছে না স্টার জলসা। বরং, মেগাকেই জায়গা দেওয়া হয়েছে শনি-রবিবারে। তবে জি বাংলায় অবশ্য চলছে দিদি নম্বর ১ আর সারেগামাপা। এই সপ্তাহে যেমন সারেগামাপা-এর টিআরপি অনেকটাই কমেছে, এসেছে ৫.১। এদিকে দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র রেটিং ৬.২।