৯ অক্টোবর রাত সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তারপরই আগুনের গতিতে ছড়িয়ে পড়ে সেই দুঃসংবাদ। আর এমন খবর এসে পৌঁছতেই মুম্বইতে সেই মধ্যরাতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হল গরবা থামিয়ে।
আরও পড়ুন: 'মায়ের কাছে প্রার্থনা করি যাতে...' বাড়িতে আসছে নতুন সদস্য, দুর্গার কাছে কী চাইলেন হবু মা কোয়েল?
কী ঘটেছে?
মুম্বইয়ে ৯ অক্টোবর রাতে চলছিল গরবা এবং ডান্ডিয়া নাচ। নবরাত্রি উপলক্ষ্যে এই উদযাপনে সামিল হয়েছিলেন এদিন। কিন্তু রতন টাটার মৃত্যুর খবর আসতেই সেই উদযাপন থামানো হয়। এদিন গরবা এবং ডান্ডিয়া শিল্পীরা নাচ থামিয়ে তাঁদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সমবেত কণ্ঠে গান গান রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে। মঞ্চে থেকে গায়করা গান গাইছিলেন।
এদিনের এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ,'নবরাত্রির সময় রতন টাটার প্রয়াণে গরবা নাইটের সময় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হল। আমরা আশা করব ওঁর আত্মা শান্তিতে থাকবে।' তিনি আরও লেখেন, 'স্যার আপনি আমাদের মনে থেকে যাবেন চিরকাল।'
আরও পড়ুন: একমাত্র বিনিয়োগে দেখেছিলেন লোকসানের মুখ! কোন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রতন টাটা?
রতন টাটার প্রয়াণ
৯ অক্টোবর মুম্বইয়ের একটি হাসপাতালে রাত সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তিনি কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন চেকআপের জন্য। তবে গতকাল সকাল থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রাতেই ঘটে যায় দুর্ঘটনা । ১০ অক্টোবর মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। পার্সি হলেও হিন্দু নিয়ম মেনেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর এদিন। মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে বিকেলে ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয় তাঁকে। তবে এখানে শেষকৃত্যের আগে ৪৫ মিনিট প্রার্থনা করা হয়। তারপর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে বৃহস্পতিবার নরিমান প্ল্যান্টের NCPA লনে সকালে রতন টাটার মরদেহ রাখা হয়েছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাঁর মৃত্যুতে গোটা দেশে উৎসবের আমেজেও নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন। বাদ যাননি টলিউড , বলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও।