এর আগে একাধিকবার পিছিয়ে গিয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তি। তবে অবশেষে রাজনৈতিক থ্রিলার নিয়ে পর্দায় আসতে চলেছেন 'টুয়েলভথ ফেল' খ্যাত বিক্রান্ত মাসে।আর এই ছবিতে একজন নির্ভিক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির পটভূমিতে রয়েছে ২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনা। এবার মুক্তি পেল ছবি টিজার।
কী আছে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির টিজারে?
টিজারে দেখা যাচ্ছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন বিক্রন্ত মাসের চরিত্রটি। তাঁকে আইজীবী ২ কোটি টাকা জরিমান ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার কথা বলছেন। সাংবাদিক বিক্রান্ত আদালতের সামনে সাফ জানিয়ে দেন, ‘অপরাধীদের জরিমানা দেওয়া উচিত, আমার নয়।’ এখানে বিক্রান্ত এবং রাশি খান্নাকে দুজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে দেখানো হয়েছে। যাঁরা সত্য় উদঘাটনের জন্য যতদূর যাওয়া যায়, ততদূর যেতে তৈরি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে গোধরায় ট্রেন পোড়ানোর ঘটনার দিন আসলে কী ঘটেছিল? সেটা জানতে তৎপর এই দুই সাংবাদিক।
বিক্রান্ত গোধরার ঘটনাকে ভারতের ৯/১১ বলে (২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। এ হামলা ৯/১১ নামে পরিচিত।) অভিহিত করেন। টিজারে সৎ সাংবাদিকের ভূমিকায় দেখা যাচ্ছে বিক্রান্তকে। বিক্রান্তের চরিত্রটিকে বলতে শোনা গেল, ‘আপনি সত্যি কখনও লুকতে পারবেন না। একদিন এই দেশের প্রতিটি শিশু তোমাকে গোধরা নিয়ে প্রশ্ন করবে।’
আরও পড়ুন-ইন্ডিয়ান আইডলে কলকাতার সৃজন, তাঁর সঙ্গে মিলেই 'সিঙ্গল' থাকার শপথ নিলেন বাদশা, কিন্তু কেন?
বালাজি মোশন পিকচার্সের অফিসিয়াল হ্যান্ডেল টিজারটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখেছে, ‘আজ কা হিন্দুস্তান জওয়াব দেনা ভি জানতা হ্যায়, অউর সওয়াল পুছনা ভি (আজকের ভারত জানে কীভাবে উত্তর দিতে হয় এবং কীভাবে প্রশ্ন করতে হয় সেটাও জানে)! সত্যকে বিকৃত করা যায় না।’
টিজারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক নেটিজেন লিখেছেন, 'প্রভাবশালী চরিত্রে বিক্রান্তের ডেডিকেশন অতুলনীয়। ছবিটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।' আরও একজন লিখেছেন, ‘বিক্রান্ত অনেক অর্থবহ চরিত্র বেছে নেন। সবরমতী রিপোর্টে ছবিতে ওঁকে দেখতে চাই।’ কারোর মন্তব্য করেছেন, ‘বিক্রান্ত এই চরিত্রগুলি আরও অন্যরকমভাবে তুলে ধরেন। এখানে ওঁর থেকে অনেক বেশিকিছু আশা করছি!’
সবরমতী রিপোর্ট ছবিটির পরিচালনা করেছেন ধীরজ সরনা এবং প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা আর কাপুর, আমুল ভি মোহন এবং অংশুল মোহন। ছবিতে ঋদ্ধি ডোগরাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সবরমতী রিপোর্ট ২০২৪ সালের ১৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি