বাংলা নিউজ > বায়োস্কোপ > Tathagata Mukherjee: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
Tathagata Mukherjee: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2025, 02:33 PM ISTSubhasmita Kanji
Tathagata Mukherjee: তথাগত মুখোপাধ্যায় যে নতুন করে প্রেমে পড়েছেন সেই কথা তিনি নিজেই জানিয়েছেন। শুধু তাই নয় আলাপ করিয়েছেন তাঁর নতুন প্রেমিকার সঙ্গে। আর তারপরই এদিন তাঁর তুলে দেওয়া ছবি পোস্ট করলেন রাস ছবির পরিচালক।
Ad
কী করলেন তথাগত?
তথাগত মুখোপাধ্যায় যে নতুন করে প্রেমে পড়েছেন সেই কথা তিনি নিজেই জানিয়েছেন। শুধু তাই নয় আলাপ করিয়েছেন তাঁর নতুন প্রেমিকার সঙ্গে। আর তারপরই এদিন তাঁর তুলে দেওয়া ছবি পোস্ট করলেন রাস ছবির পরিচালক।
এদিন তথাগত মুখোপাধ্যায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কোলে বালিশ নিয়ে আদুর গায়ে বসে আছেন অভিনেতা পরিচালক। তাকিয়ে আছে দূরের দিকে। পিছনের দেওয়ালে পড়েছে সূর্যের আলো। এই ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে আলোক বসু লেখেন, 'সোনালি আলোর সময়'। সেই ছবিই আবার এদিন রিশেয়ার করেন তথাগত। লেখেন, 'কেউ আলোকে ধরতে দারুণ দক্ষ।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো , সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় তাঁর এবং আলোক বসুর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'যেসব আলো সানগ্লাস দিয়েও আটকানো যায় না ..… দিন আলাদা, আলো আলাদা, হাসির কন্টিউনিউটি এক।' আলোক বসু ওরফে আলোকবর্ষা বসু হলেন রাস ছবির সহকারী পরিচালক।
তবে তথাগত মুখোপাধ্যায় কিন্তু এখনও খাতায় কলমে ম্যারেড। হ্যাঁ, ২০১২ সালে তিনি বিয়ে করেন দেবলীনা দত্তকে । যদিও তিন বছর আগে তাঁরা সেপারেশনের পথে হাঁটেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়নি এখনও তাঁদের। তাঁদের সম্পর্কে ফাটল ধরার পরই অভিনেতা পরিচালকের নাম জড়ায় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে। যদিও অভিনেতা কখনও সেই জল্পনাকে স্বীকার করেননি। ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তবে এবার তিনি সত্যিই প্রেমে পড়তে আলাপ করালেন আলোকবর্ষার সঙ্গে। ফলে এখন তথাগতর জীবন থেকে যে বিবৃতি চর্চা অতীত সেটা বলা যায়।