তামান্না ভাটিয়া বলেন, ‘এই দৃশ্যগুলি এধরনের চরিত্রের জীবনযাত্রাকে তুলে ধরার জন্যই রাখা হয়েছে। লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নয়।…সুহেল এমন একজন অভিনেতা, যাঁর সঙ্গে কাজ করার সময় আমি অস্বস্তিবোধ করিনি। সুহেল বা আমি, লাবণ্য এবং ঋষভের মধ্যে ঢুকে পড়েছিলাম। এখানে শারীরক দৃশ্যটা দেখানো খুবই প্রাসঙ্গিক।’
সুহেলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না
ওয়েব সিরিজ 'জি করদা'-তে সুহেল নায়ার ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়। আর সেকারণেই এই মুহূর্তে আলোচনায় রয়েছেন তামান্না ভাটিয়া। এমনকি এধরনের ঘনিষ্ঠ দৃশ্য দেখার পর অনুরাগীদের কাছেও ট্রোল হতে হচ্ছে 'বাহুবলী' অভিনেত্রী তামান্নাকে। আর এবার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়েই মুখ খুলেছেন তামান্না ও সুহেল।
এধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় যাতে আরও সহজ হয়, সেকারণে সহায়তার জন্য পরিচালক অরুণিমা শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তামান্না ও সুহেল। সম্প্রতি DNA-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই দুই আলোচিত জুটি।
'জি করদা'-তে তামান্না ও সুহেল লাবণ্য ও ঋষভের চরিত্রে অভিনয় করেছেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, ‘এই দৃশ্যগুলি এধরনের চরিত্রের জীবনযাত্রাকে তুলে ধরার জন্যই রাখা হয়েছে। লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নয়। বিশেষত, যখন আপনি কোনও সম্পর্কে গল্প দেখবেন, তখন এটা গুরুত্বপূর্ণ হল সত্য়ি কে তুলে ধরা। লোক এটা পছন্দ করুক বা না করুক, এমনই কিন্তু হয়। সুহেল এমন একজন অভিনেতা, যাঁর সঙ্গে কাজ করার সময় আমি অস্বস্তিবোধ করিনি। আসলেই কিন্তু এটা না করার কিছু ছিল না। সুহেল বা আমি, লাবণ্য এবং ঋষভ (চরিত্র) এর মধ্যে ঢুকে পড়েছিলাম। ঋষভ ও লাবণ্য দুজনেই একে অপরকে এত গভীরভাবে জানেন, যে বাইরেক কেউ তাঁদেরকে এভাবে জানেন না। এখানে শারীরক দৃশ্যটা দেখানো খুবই প্রাসঙ্গিক।’