স্বস্তিকা মুখোপাধ্যায় আর তাঁর সোয়্যাগ, আলাদাই মাত্রা পায় সোশ্যাল মিডিয়াতে। নতুন বছরে, মুম্বইতে অভিনেত্রী। সেখানেই এক রেস্তোরাঁ থেকে ছবি শেয়ার করলেন নতুন বছরের শুভেচ্ছা জানাতে। মুখ নয়, অভিনেত্রীর পিছনই এই ছবির আসল আকর্ষণ। কারণ তাঁর টি-শার্টে গোটা গোটা করে লেখা রয়েছে, ‘Allergetic to Idiots’। আর এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে জুড়লেন, ‘নতুন বছর… কিন্তু একই নিয়ম।’
নেটিজেনরা রীতিমতো উচ্ছ্বসিত এই পোস্টে। কেউ কালো টি শার্টটি কোথা থেকে কেনা তাঁর খোঁজ করছেন, তো কেউ আবার তারিফ করছেন অভিনেত্রীর সেন্স অফ হিউমারের। বরাবরই নায়িকা-সুলভ আচরণের থেকে দূরে থাকেন তিনি। জামাটা কোথা থেকে কেনা, কানের দুলটাই বা কার থেকে নিয়েছেন, সেসব প্রশ্নের জবাবও দিয়ে দেন। তাই তাঁর পোস্টে এসব প্রশ্ন আসা আর মোটেও অবাক করে না কাওকে।
অগস্ট-সেপ্টেম্বরে যখন কলকাতা উত্তাল আরজি কর নিয়ে, তখন রাত-দিন রাস্তায় পড়ে থেকেছেন প্রতিবাদে। মেকআপ নেই, বৃষ্টিতে ভিজে গিয়েছেন, ঘামে ভেজা মুখ, কাজল লেপটে গিয়েছে, সেই চেহারাতেও আত্মবিশ্বাস নিয়ে সামনে এসেছেন তিনি মিডিয়ার ক্যামেরার। একইভাবে ব্যক্তিগত জীবন নিয়েও সেভাবে কোনো লুকোছাপা করার চেষ্টাই করেননি কোনোদিন। প্রেম করেছেন বুক ঠুঁকে। ভেঙে যাওয়া সম্পর্ক নিয়েও কথা বলেছেন একই জোরের সঙ্গে।
তবে আপাতত বেশ কয়েকবছর অভিনেত্রীর নতুন কোনো সম্পর্কের খবর নেই। বলিউড-টলিউডে কাজ নিয়ে বড়ই ব্যস্ত। তবে হ্যাঁ, প্রেমে পড়তে শখ হয় বৈকি। সম্প্রতি প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, শরতের পর থেকে, পুজো চলে যাওয়ার পর, শীত আর বসন্তে বেশ প্রেমপ্রেম ভাব এখনও জাগে তাঁর মনে। বেশ একজন থাকত, যাকে নিয়ে ঘুরতে যেতে পারতেন। একা একা আর কাহাতক ভালো লাগে। সঙ্গে জোর দিয়েছিলেন, এমন কাওকে জীবনে চান, যে প্রেমটা নিয়ে সিরিয়াস। যাতে দু পক্ষের তরফ থেকেই সমানভাবে আসে ভালোবাসাটা, সম্পর্ক টিকিয়ে রাখার চাহিদাটা।
প্রেমের ইচ্ছে থাকলেও, আর বিয়ের ইচ্ছে নেই অভিনেত্রীর, বলেছিলেন এসে অপুর সংসার নামে টক শো-তে। এমনকী, ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, আইনত এখনও তিনি প্রমিত সেনের স্ত্রী। কারণ, সেই ২৪টা বছর ধরে ঝুলে আছে ডিভোর্সের মামলা। জানিয়েছিলেন, ‘তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স করতে চলে গেছে। যুদ্ধের অধিকাংশইটা আমি লড়ে ফেলেছি, জিতেওছি। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগে যাতে (ডিভোর্সটা) হয়ে যায়’।