Swastika Mukherjee: ২৪ বছর ধরে ঝুলে ডিভোর্সের মামলা! ফাদার্স ডে-র দিন মেয়েকে সঙ্গে নিয়ে কী লিখলেন স্বস্তিকা Updated: 17 Jun 2024, 08:17 AM IST Tulika Samadder বাবা দিবসে একটু রাতেই এল স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট। খাতায় কলমে তখন পরের দিন। যদিও তিনি যে বার্তা দিতে চান, তা গভীর। তাঁর মতো সকল একা মায়েদের কুর্নিশ জানালেন অভিনেত্রী নিজের পোস্টে।