পুরীতে একফ্রেমে ধরা পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন। উল্টোরথের দিন পুরীতে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আপাতত তিনি সেখানেই রয়েছেন, এরই মাঝে পুরীর সমুদ্র সৈকতে স্বস্তিকার সঙ্গে ধরা পড়লেন ইমন চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় পুরীর সৈকত থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন ইমন। গায়িকার পোস্টে স্বস্তিকা ও ফ্যাশান ডিজাইনার অভিষেক রায় সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁরা শুধুই জগন্নাথ দর্শনে গিয়েছিলেন, নাকি সেখানে কোনও কিছুর শ্যুটিং চলছিল তা স্পষ্ট নয়। ছবির ক্যাপশানে ইমন লিখেছেন, 'কিছু পাগল মানুষজনের সঙ্গে পুরীতে'। এদিকে ইমনের সঙ্গে যে ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়কে দেখা গিয়েছে, তিনিও এর আগে নিজেকে জগন্নাথের ভক্ত বলে দাবি করেছিলেন।
আরও পড়ুন-বয়স মাত্র ৩০, 'অ্যানিউরিজম' কেড়ে নিল বডি বিল্ডার, ইউটিউবার জো লিন্ডনারের জীবন
আরও পড়ুন-বিচ্ছেদ জল্পনার মাঝেই নবনীতাকে নিয়ে নতুন পোস্ট করলেন জিতু কমল, সংশয়ে নেটপাড়া
আরও পড়ুন-‘শ্যুটিংয়ে গিয়ে আসল ডাকাতের সঙ্গে মদ খেয়েছি, একঘরে থেকেছি,’ ভয়ঙ্কর অভিজ্ঞতা মনোজ বাজপেয়ীর