
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফেডারেশন বনাম পরিচালক অশান্তি চরমে পৌঁছেছে। বৃহস্পতিবারও যখন ফেডারেশনের থেকে বৈঠকের বিষয়ে সাড়া পায় না পরিচালক গিল্ডের তরফে সুদেষ্ণা রায় জানিয়ে দেন যতদিন না লিখিত ভাবে তাঁদের দেওয়া শর্তাবলী মেনে নেওয়া হচ্ছে ততদিন শ্যুটিং বন্ধ থাকবে। এরপর এই বিষয়ে মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
আরও পড়ুন: পরিচালক ছাড়াই শুরু শ্যুটিং! বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'বাঘা বাঘা শ্যুটিং কি আজ থেকে গুপি শ্যুটিং?'
এদিন স্বরূপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অঘোষিত কোনও ছুটি না। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু কিছু জায়গায় ইচ্ছে করে শ্যুটিং বন্ধ করা হয়েছে। আর্টিস্টরা পুরো মেকআপ করে বসে আছে, সব কিছু ইচ্ছাকৃত ভাবে লেট করা হচ্ছে।' তিনি এদিন আরও বলেন, 'শ্যুটিং বন্ধ করে দিয়ে কী আলোচনা হবে সেটা তো বুঝতে পারছি না। বন্ধ করে দেওয়ার পর কোনও আলোচনা হয় নাকি?'
আরও পড়ুন: এক দশক পর ফের একসঙ্গে স্বস্তিকা-পাওলি! ডার্ক কমেডি ছবিতে থাকছেন আর কারা?
স্বরূপ বিশ্বাস এদিন দাবি করেন, 'ইচ্ছে করে কোনও কোনও জায়গায় লাইনার পাঠানো হচ্ছে না। এটা কিন্তু আমরা কঠোর ভাবে দেখব। এটা পরিষ্কার বার্তা দিতে চাই। প্রতিটি চ্যানেলকে আমরা চিঠি পাঠিয়েছি, প্রতিটি চ্যানেল বলেছে আমরা শ্যুটিং বন্ধ করতে চাই না। প্রযোজকরা বলছে আমাদের পক্ষে শ্যুটিং বন্ধ করা সম্ভব না। তাহলে কেন শ্যুটিং বন্ধ হল এর জবাব তাদের দিতে হবে।'
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিন তাঁদের কথা হয়েছে বলেও জানান। সেই প্রসঙ্গে বলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে। আর কোনও সমস্যা নেই। তিনি তাঁর সিনেমার কাজ শুরু করতে পারেন।
বৃহস্পতিবার মিটিংয়ের পর সুদেষ্ণা রায় জানান, 'আমরা ব্রডকাস্টারকে চিঠি পাঠিয়েছিলাম। দুজন ব্রডকাস্টার জানান যে তাঁর মিটমাট করতে চান। কিন্তু আজ আসেননি। পরিচালক ছাড়া যদি শ্যুটিং চালাতে পারে তাহলে তাঁরা চালাক। আমরা নিজেদের প্রত্যাহার করছি।'
আরও পড়ুন: জ্বালিয়ে দেওয়া হল হুমায়ূন আহমেদের শ্বশুরের পৈতৃক বাড়ি! বাংলাদেশে আটক লেখকের স্ত্রী শাওন!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports