কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সত্যি বলে সত্যি নেই ছবিটি। ছবির আগে প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম গান তোমার ঘরে বসত করে কয়জনা। এবার মুক্তি পেল দ্বিতীয় এবং শেষ গান মুর্শিদ পিয়া। দীর্ঘদিন পরে বাংলায় কাওয়ালি শুনে রীতিমত মুগ্ধ নেটপাড়া।
আরও পড়ুন: এক দশক পর ফের একসঙ্গে স্বস্তিকা-পাওলি! ডার্ক কমেডি ছবিতে থাকছেন আর কারা?
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির নতুন গান
এদিন SVF এর তরফে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির দ্বিতীয় গান প্রকাশ্যে আনা হল। মুর্শিদ পিয়া গানটির বিষয়ে বলা হয়েছে, 'ঠিক ভুলের হিসেব সব ওপরওয়ালার দরবারেই, তার সান্নিধ্যেই মুক্তি, তাই তার মোহেই পাগল এ মন।' গানটি গেয়েছেন সমীর। আর তাঁর সঙ্গে যে কাওয়ালি গ্রুপ দেখা গিয়েছে সেটা রাজা মল্লিকের দল। গানটি মুক্তি পেতে না পেতেই প্রবল ভাবে সাড়া পেয়েছে দর্শকদের থেকে।
কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি লেখেন, 'কী দারুণ কথাগুলো। ভীষণ ভালো লাগল।' আরেকজন লেখেন, 'দ্বিতীয়বার এই গানটা শোনার জন্যই সিনেমাটা দেখতে গেছিলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অল্প গান আছে ছবিটিতে, কিন্তু যে কটা আছে সব কটাই যথাযথ। ভীষণ ভালো।' কেউ আবার লেখেন লেখককে জুবিন গর্গের মতো দেখতে লাগছে।
সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি প্রসঙ্গে
প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনি চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী প্রমুখকে। SVF প্রযোজনা করেছে এই ছবির। সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন।