
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এমি পুরস্কার জয়ী সিরিজ দিল্লি ক্রাইম ফিরছে। সদ্যই প্রকাশ্যে এল এই সিরিজের তৃতীয় সিজনের ঝলক। আবারও DIJ বর্তিকা হিসেবে ফিরছেন শেফালি শাহ। থাকছেন হুমা কুরেশি। গল্পে উঠে আসবে নারী পাচার সংক্রান্ত গল্প। ইতিমধ্যেই এই সিরিজের টিজার দেখে দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়ে গিয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে 'উজান'-এ ভাসলেন শ্রেয়া-শ্রীজাত! সঙ্গী সেলিম-সুলেমান
এদিন দিল্লি ক্রাইম সিজন ৩ এর যে টিজার প্রকাশ্যে এসেছে সেখান দেখা যাচ্ছে DIJ বর্তিকা হিসেবে আবার ফিরে এসেছেন শেফালি শাহ। তিনি এবং তাঁর টিম একটি মেয়ে বোঝাই ট্রাক ধরেছেন। ভারতে যে নারী পাচার চলে সেটার পর্দা ফাঁস হয়। আর এই নারী পাচার চালায় আরও এক মহিলা, মীনা। এই চরিত্রে দেখা মিলবে হুমা কুরেশির। কিন্তু অপরাধীকে ধরার জন্য বর্তিকা এবং তাঁর টিমের নীতি, ভূপি মিলে একের পর এক প্রমাণ জড়ো করতে থাকেন। বিয়ে দেওয়ার আড়ালে কীভাবে মেয়েদের পাচার করা হয় সেটার ঝলকও ধরা পড়ে।
এদিন নেটফ্লিক্সে তরফে এই সিরিজের ঝলক পোস্ট করে লেখা হয়, 'একজন আহত বাচ্চার মাকে খুঁজতে গিয়ে একটা আস্ত নারী পাচার চক্রের কথা জানতে পারে। DIJ বর্তিকা তাঁর জীবনের সবথেকে কঠিন কেসের মুখোমুখি। নৃশংস, হিংস্র নারী পাচারকারী মীনার মুখোমুখি হবে বর্তিকা আর তাঁর টিম। ভারতে বর্ডার ছাড়িয়ে ছড়িয়ে আছে এই চক্র। তারপর কী হয় সেটাই দেখার।'
একই সঙ্গে লেখা হয়, ' কেস ফাইল আবার খুলল। ম্যাডাম স্যার আবার ফিরলেন তাঁর টিম নিয়ে। এমি অ্যাওয়ার্ড জয়ী ফ্র্যাঞ্চাজি তাঁদের সবথেকে কঠিন কেস নিয়ে আসছে। দিল্লি ক্রাইম সিজন ৩ শীঘ্রই আসছে।' তবে কবে থেকে দেখা যাবে এই সিরিজ এখনও জানানো হয়নি সেটা। প্রসঙ্গত এখানে নীতির চরিত্রে থাকবেন রসিকা দুগ্গল।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
দর্শকরা এই টিজার দেখেই মুগ্ধতা প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অবশেষে উনি ফিরছেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, ' অবশেষে অন্তত ঘোষণাটুকু করলেন। এবার তাড়াতাড়ি মুক্তির দিন জানান।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সিজন ৩ এর জন্য অপেক্ষা করে আছি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports