
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান, শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ শ্রেয়া ঘোষাল, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। আর তাঁদের সঙ্গে রয়েছেন বলিউডের জনপ্রিয় কম্পোজার জুটি সেলিম-সুলেমান। জানা গিয়েছে তাঁদের সেই প্রজেক্টের থুড়ি গানের নাম উজান।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
শ্রেয়া ঘোষাল এই গানটির শ্যুটিংয়ের জন্য লাল পাড় সাদা শাড়িতে ধরা দিয়েছেন। জানা গিয়েছে গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর কম্পোজ করেছেন সেলিম সুলেমান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
গত মাসেই প্রকাশ্যে এসেছে সেলিম সুলেমানের ভূমি ২০২৪ এর নবম গান। এটা তাঁদের প্যান ইন্ডিয়া প্রজেক্টের পঞ্চম এডিশন। বলাই বাহুল্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া এই শ্রদ্ধার্ঘ্য দিয়েই বাংলা প্রজেক্টে কাজ শুরু হল সেলিম সুলেমানের। এটাই তাঁদের প্রথম বাংলা প্রজেক্ট ছিল।
এই গানের বিষয়ে মিউজিক ভিডিয়োর ক্রিয়েটিভ ডিরেক্টর সত্রজিৎ সেন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, 'সেলিম আমায় বলেছিল ওরা শ্রেয়াকে নিয়ে একটা বিশেষ কিছু প্ল্যান করছে। হয় রবীন্দ্রনাথকে নিয়ে একটা অ্যালবাম, নইলে একটা সিঙ্গল গান। যখন শ্রেয়া স্টুডিওতে আসেন তখন তিনি বলেন খুব ভালো হয় যদি গানটা শ্রীজাত লেখেন। এভাবেই তিনিও যুক্ত হন গানটার সঙ্গে।' তিনি এদিন আরও জানান, 'ওঁরা যখন আমায় ডাকেন তখন আমি সবেই আমার একটা ছবির শ্যুটিং শেষ করেছি। আমাদের একটা ভিডিয়ো কল হয়, শ্রেয়া আমায় অনুরোধ করে গানটা ভিজ্যুয়াল করতে। ও যখন গানটা পড়ে শোনাচ্ছিল তখন আমার মাথায় আসে কেমন হয় যদি ও গানটা গাওয়ার পাশাপাশি কয়েকটা লাইন আবৃত্তিও করে। প্রথম একটু কিন্তু কিন্তু করছিল। কিন্তু পরে রাজি হয়।' শ্রেয়া ঘোষাল এই গান সম্পর্কে জানিয়েছেন, 'এই গানটা আমার ভীষণ কাছের।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports