ভালো বাংলা ছবি হলে আসার জন্য, একপ্রকার মুখিয়ে থাকেন দর্শকরা। পয়লা বৈশাখের প্রাক্কালে টলিউডে মুক্তি পাওয়া কিলবিল সোসাইট আর পুরাতন বক্স অফিসে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিচ্ছে একে-অপরকে। জানেন কি, কোন ছবির আয় বর্তমানে কত?
WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে, দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোই ফল করছে কিলবিল সোসাইটি আর পুরাতন। চলুন এবার গতকাল, রবিবারের আয় কত ছিল জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: লন্ডনে প্রেম করছেন সানা? বিয়ের কী পরিকল্পনা? মেয়ে নিয়ে প্রশ্নে, কী জবাব এল সৌরভের থেকে
দ্বিতীয় শুক্রবার অর্থাৎ ১৮ এপ্রিল ছবি আয় করে ১১.২৯ লাখ। আর দ্বিতীয় শনিবার অর্থাৎ ৯ নম্বর দিনে, কিলবিলের সংগ্রহ ছিল ১২.৪৮ লাখ ও দশ নম্বর দিন, দ্বিতীয় রবিবারে আয় হয় ১৪.৮৩ লাখ টাকা। আপাতত এই সিনেমার মোট আয় ১.৮৬ কোটির আশেপাশে।
এদিকে, গত রবিবার অর্থাৎ ১০ নম্বর দিনে পুরাতন আয় করে, ১০.১১ লাখ টাকা। এর আগের দিন, অর্থাৎ দ্বিতীয় শনবারে ঋতুপর্ণা-শর্মিলার সিনেমার সংগ্রহ ছিল ৯.৩০ লাখ এবং দ্বিতীয় শুক্রবারে ঘরে তোলে ৮.২৫ লাখ। আপাতত ১০ দিন মিলিয়ে পুরাতনের মোট আয় দাঁড়িয়েছে ৮৩.৪১ লাখের আশেপাশে। অর্থাৎ, ব্যবসর অঙ্ক ধরলে, কিলবিল সোসাইটির থেকে অনেকটাই পিছিয়ে পুরাতন।
আরও পড়ুন: সংসারে পাননি সুখ, চেনেন তো কাঞ্চনের ১ম স্ত্রী অনিন্দিতাকে, কেন বিয়ে করেননি আর ডিভোর্সের পর
হেমলক সোসাইটির সিক্যুয়েল ঘোষণা করেছিলেন যখন থেকে সৃজিত মুখোপাধ্যায়, তখন থেকেই ছিল বেশ উন্মাদনা। আর সেই ফল পড়েছে বক্স অফিসেও। এমনকী, সমালোচক দ্বারা ও লোকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রিভিউর কারণে, দ্বিতীয় সপ্তাহে এসেও হলে লোক সমাগম মন্দ হচ্ছে না।
একই কথা প্রযোজ্য, ঋতুপর্ণা-শর্মিলা-ইন্দ্রনীলের পুরাতন নিয়েও। শুরুটা ধীরে হলেও, বাড়ছে আয় পাল্লা দিয়ে। শর্মিলা ঠাকুরের ম্যাজিক তো আছেই, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তরাও পাল্লা দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শক মনে।
আরও পড়ুন: বাবা এক, মা আলাদা! সৎ দাদা সানির নামে হঠাৎ কী লিখলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল
এদিকে এরই মাঝে, গত সপ্তাহে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিলবিল সোসাইটির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাতে তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত অনেকটাই ভালো সৃজিত, বাড়ি ফিরে রয়েছেন বিশ্রামে।