নতুন গল্পে এবার একসঙ্গে আসছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অসহ্য’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত স্বয়ং।
'শর্টস' আর 'রীল' এর যুগে এটা স্পষ্ট যে মানুষ একঘেয়ামি একদম পছন্দ করছেন না। এর প্রভাব বৈবাহিক জীবন ও প্রেমের সম্পর্কেও বিদ্যমান। চারিদিকে কান পাতলে সম্পর্ক ভাঙার শব্দ। সবাই শুধু মুভ অন করতে চায়। ‘সংসার’-এর বদলে এখন বেশির ভাগই লিভ-ইনএর দিকে ঝুঁকছেন। তবে তাতেও যে সুখে থাকছেন সকলে তেমনটা নয়। আসলে মানুষের সহ্য ক্ষমতা এখন কমে গিয়েছে। আর সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে।
আরও পড়ুন: বক্স অফিসে ১ কোটি ছুঁইছুঁই পুরাতনের, ১০ দিনে কিলবিল সোসাইটির আয় কত হল?
ছবিতে পনেরো বছরের দাম্পতিদের মধ্যে ভাঙনের গল্প দেখানো হবে। এই ছবিতে ভাস্বর অভিনীত চরিত্রের নাম বর্ণ মিত্র। দীপান্বিতা অভিনীত চরিত্রের নাম 'রাই'। তাঁরা এই গল্পে স্বামী-স্ত্রী। ১৪ বছরের একটা মেয়েও রয়েছে তাদের। তবুও বিচ্ছেদকেই মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছে 'রাই'। কারণ? বর্ণর আচরণ, ব্যবহারে। তাই সবটা মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ‘রাই’। তার পরিস্থিতি দেখে দর্শকরাও তার সিদ্ধান্তকে সমর্থন জানাতে বাধ্য।
অন্যদিকে ‘অনুভব’-এর চরিত্রে বিশ্বনাথ, ‘রাই’-এর কলেজের সময়কার সহপাঠী। খোলামেলা ও নিরপেক্ষ ‘অনুভব’কে 'রাই' সব কথা খুলে বলে। জানায় ‘বর্ণ’কে সহ্য করার ক্ষমতা তার হারিয়ে গিয়েছে। তা শুনে শেষে 'অনুভব' 'রাই'কে এক সাংঘাতিক কথা বলে। ‘রাই’-এর জীবন বোধ তছনছ হয়ে যায় নিমেষে। কী সেই কথা? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।

আরও পড়ুন: ফের বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পিকু’! দীপিকা নন, এই ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কোন অভিনেত্রী?
চলতি মাসে ছবির শ্যুটিং শেষ হয়েছে। কলকাতা ও বাঁকুড়াতেই ছবির শ্যুটিং হয়েছে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনেতাকেও ছবিতে দেখা যাবে, তাঁরা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত জানান ‘ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যাল গুলোতে পাঠাতে চাই।’