
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপারস্টার সিঙ্গার সিজন ৩ এর অন্যতম স্টার পারফর্মার হলেন বাংলার শুভ সূত্রধর। তিনি প্রথম থেকেই তাঁর গানের সুরে মুগ্ধ করেছেন সকলকে। এবার আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। তবে এবার তাঁর সঙ্গে ছিলেন তাঁর ক্যাপ্টেন অরুনিতা কাঞ্জিলাল।
আরও পড়ুন: ডোনার কলেজে লুকিয়ে দেখা করতে যেতেন সৌরভ! ধরা পড়তেই দাদাগিরিতে বললেন, 'ওটা আমি না, ওর প্রাক্তন'
সুপারস্টার সিঙ্গার ৩ এ এদিন ক্যাপ্টেনের সঙ্গে পারফর্ম করেন প্রতিযোগীরা। আর সেই পর্বেই অরুনিতা কাঞ্জিলাল এবং শুভ সূত্রধর একত্রে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির অরিজিৎ সিংয়ের গাওয়া চান্না মেরেয়া গানটি গেয়ে শোনান। তাঁদের গান শুনে মঞ্চে যেন একটা হইচই পড়ে গিয়েছিল।
একদিকে যেমন অন্যান্য প্রতিযোগীরা নাচতে শুরু করেন। তেমনই অন্যদিকে কিছু কিছু ক্যাপ্টেন তাঁদের গান শুনে উঠে দাঁড়িয়ে পড়েন মুগ্ধ হয়ে। আর বিচারক নেহা কক্কর প্রথমে মুগ্ধ হয়ে ওয়াহ ওয়াহ করলেও শেষে চোখ বন্ধ করে গানটি উপভোগ করতে থাকেন।
চ্যানেলের তরফে এই প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁদের এই পারফরমেন্সের প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এবার অরুনিতার টিমই জিতবে।' কেউ আবার লিখবেন, 'শুভ সত্যিই ভালো গান গায়। কিন্তু আজ অরুনিতা ওকে ছাপিয়ে গিয়েছে।' আবার কারও মতে না, শুভই ভালো গেয়েছেন। অরুনিতার তুলনায়। আরেক দর্শক লেখেন, 'ভীষণ সুন্দর প্রেজেন্টেশন। দুর্দান্ত হয়েছে। খুব ভালো লাগল।'
আরও পড়ুন: 'ওর নির্দেশেই সব...' বিজেপি কর্মীর মৃত্যুর পর হিরণের নিশানায় দেব, অভিযোগ অস্বীকার করে কী বললেন কুণাল?
সুপারস্টার সিঙ্গার ৩ শো সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাতে সম্প্রচারিত হয়। সময় রাত ৮টা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports