1 মিনিটে পড়ুন Updated: 03 Sep 2023, 08:59 AM ISTSubhasmita Kanji
Sunny Deol: আইনস্টাইনের থেকেও বেশি বুদ্ধিমান সানি দেওল! সম্প্রতি তেমনটাই দাবি করলেন অভিনেতা। জানালেন স্কুলে পড়াকালীন তাঁর আইকিউ ১৬০ ছিল।
বুদ্ধির জোরে আইনস্টাইনকে টক্কর দিতেন সানি!
বহু বছর পর আবারও ঘোরতর চর্চায় উঠে এসেছেন সানি দেওল। কিছু সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি গদর ২। আর সেই ছবির জেরেই তিনি এখন চর্চায়। বক্স অফিসে রীতিমত ম্যাজিক দেখাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এটি প্রায় ৫০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর ছবির সাফল্যের হাত ধরেই তিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সে তাঁর জুহুর জমি বিক্রি করে দেওয়া হোক বা পরিচালক সুনীল দর্শনের আনা অভিযোগ সবই এখন সামনে আসছে। অভিনেতা নাকি তাঁর সঙ্গে ২ কোটি টাকার প্রতারণা করেছেন। এবার আবার আরও একটি কারণের জন্য চর্চায় উঠে এসেছেন তিনি।
সম্প্রতি অভিনেতা দাবি করেছেন যে তাঁর নাকি ছোটবেলায় আইনস্টাইনের থেকে বেশি আইকিউ ছিল। রণবীর আল্লাহবাদিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ছোটবেলায় নাকি তাঁর ডিসলেক্সিয়া ছিল। সানির কথায়, 'আমি ডিসলেক্সিক ছিলাম। তখন তো এসব অত জানতামও না। পড়াশোনা পারতাম না বলে থাপ্পড় মারা হতো, বোকা বলা হতো।' তিনি মজার ছলেই তাঁর ছেলেবেলার দিনগুলোর কথা বলেছিলেন। শুধুই কি তাই তিনি আরও জানিয়েছিলেন যে এখনও তাঁর মাঝে মধ্যে পড়তে অসুবিধা হয়, শব্দগুলো কখনও সখনও তালগোল পাকিয়ে যায়। অনেকেই নাকি তাঁকে টেলি প্রম্পটার ব্যবহার করতে বলতেন কিন্তু তিনি সেটা কখনই ব্যবহার করেননি। কিন্তু এই সমস্যার সঙ্গে পাল্লা দিলেন কী করে? এই প্রসঙ্গে তিনি জানান তাঁর আইকিউ ভীষণই বেশি ছিল। ১৬০ ছিল তাঁর আইকিউ।