চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। তারপর একে এক করে নানা চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই ছবির বেশ কিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে। এখন পুরীতে ছবির শ্যুটিং চলছে। আর সেখান থেকেই নানা মুহূর্তের ছবি মাঝে মাঝেই দেখা যাচ্ছে স্যোশাল মিডিয়ায় পাতায়। তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুরু থেকে সেভাবে ছবি পোস্ট করতে দেখা যায়নি তাঁর লুকগুলি নিয়ে। কিন্তু অবশেষে সে তাঁর নানা লুকের বেশ কিছু ছবি পোস্ট করে পরিচালককে ধন্যবাদ জানালেন নায়িকা।
আরও পড়ুন: 'আমি ভাঙব না…', সায়কের দাদার সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতার
বুধবার নায়িকা সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে নেন অনুরাগীদের সঙ্গে। সঙ্গে তিনটি ছবিতে শ্রী চৈতন্য লুকে তাঁকে, থুড়ি বিনোদিনীকে মঞ্চে চৈতন্যলীলা করতে দেখা যায়। তাছাড়াও সৃজিতের সঙ্গে একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় নায়িকাকে। পুরীতে গিয়ে মন্দিরে পুজো দেওয়ার পর যে তাঁরা এই ছবি তুলেছিলেন তা তাঁদের কপালের টীকা দেখেই বোঝা যায়। এছাড়াও শেষে বিনোদিনী লেখা একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করে নেন নায়িকা।
ছবিগুলি পোস্ট করে পরিচালককে ধন্যবাদ জানিয়ে শুভশ্রী লেখেন, ‘মহাপ্রভু ও বিনোদিনীর সাজে এক স্বর্গীয় অনুভূতি লাভ করলাম।’ তারপর ছবির প্রযোজন রানা সরকারকে ট্যাগ করে তিনি লেখেন, ‘এটা একটা মহাজাগতিক যোগাযোগ ছিল।’ এরপর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ট্যাগ করে নায়িকা লেখেন, ‘তোমাকে কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা আমার কাছে নেই। কেবল এইটুকু বলতে চাই মাস্টারমশাই আমি নাট্যাচার্য গিরিশ ঘোষের ছাত্রী। আমার নাম নটী বিনোদিনী।’
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ হয়নি, আমার কথা বাদ দেওয়া হয়েছে…', দেবলীনার ‘চণ্ডালিকা’ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার
এরপরই ছবির প্রযোজক ফের শুভশ্রীর আরও একটি নতুন লুকে ছবি প্রকাশ্যে আনেন। সেখানে মেরুন পাড়ের সবুজ রঙের শাড়ি ও মেরুন ব্লাউজে নায়িকার দেখা মেলে। বিনোদিনীর লুকে ছিলেন নায়িকা তা বোঝাই যায়। তবে প্রথম ছবিতেই তাঁকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর আরও বেশ কিছু ছবিতে দেখা যায় পুরীর রথের সামনে শ্যুটিং হচ্ছে, সেখানে সৃজিতকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরের ছবিতে গিরিশ ঘোষের লুকে ব্রাত্য বসুরও দেখা মেলে। ছবিগুলি পোস্ট করে রানা লেখেন, ‘সিংহদ্বারে লহ গৌরাঙ্গের নাম রে। জয় জগন্নাথ।'