টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখন তিনি টলিপাড়ার লেডি-সুপারস্টার। অভিনয়ে পাশাপাশি তিনি প্রযোজনাও করছেন। স্বামী, পরিবার, দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে সমাল তালে দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবনও। কিন্তু তার পরও ট্রোল যেন পিছু ছাড়ছে না নায়িকার। কখনও ওজন বৃদ্ধি তো কখনও দেহের গঠন কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্যও ট্রোলের মুখে পড়েতে হয়েছিল অভিনেত্রীকে। তবে বরাবরই নেতিবাচক মন্তব্যকে এড়িয়ে চলেন শুভশ্রী। কিন্তু তাও নেটিজেনদের বাক্যবাণ অব্যহত। ফের একটি ছবি দিয়ে সমাজমাধ্যমে ব্যাপক ট্রোল অভিনেত্রী।
আরও পড়ুন: 'এখনও অঝোরে কেঁদে যাচ্ছি…', নতুন মেগা ও ছবি আসছে, তাঁর আগে হঠাৎ কী এমন হল আরাত্রিকার?
বুধবার নায়িকা একটি ছবি পোস্ট করেন সেখানে তাঁকে সাদা রঙের কর্ড সেট ও লাল জুতোয় দেখা গিয়েছে। হালকা মেকআপ, সঙ্গে গাঢ় লাল রঙের লিপস্টিক, পনিটেল করে বাঁধা চুল ও ছোট্ট কানের দুলে দারুণ স্মার্ট দেখাচ্ছিল নায়িকাকে। সব মিলিয়ে একটা বস লেডি লুক। কিন্তু তা দেখেও ট্রোল করতে ছাড়েনি নেটপাড়া। নানা এবার আর লুক নয়, তাঁর পোজ দেওয়া নিয়ে হল ব্যপক ট্রোল।
কী এমন পোজ দিলেন বাংলার লেডি-সুপারস্টার?
বুধবার শুভশ্রী যে দুটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছে, তার মধ্যে একটিতে অভিনেত্রীকে সাদা একটি ফ্লোরের উপর বসে থাকতে দেখা গিয়েছে। আর একটি ছবিতে দুটি সিঁড়ির উপর পা রেখে ওই সাদা ফ্লোরে শুয়ে থাকতে দেখা গিয়েছে। আর এই দ্বিতীয় ছবি নিয়ে শুরু হয়েছে ব্যপক ট্রোল।
আরও পড়ুন: বাবার গুরুত্বর অপারেশন, তার মধ্যেও কাউকে জানতে না দিয়ে শ্যুটিং করলেন জনি! তারপর…
একজন কমেন্টে লেখেন, ‘আমার বাড়ির দেওয়ালের টিকটিকি আমার উপর ঝাঁপ দেওয়ার আগে।’ আর একজন লেখেন, ‘আমি বাড়িতে বিছায় এইভাবে শুয়ে শুয়ে মোবাইল ঘাটি।’ আর এক নেটিজেন লেখেন, ‘এইটা কোন ধরনের স্টাইল আমার মাথায় ঢুকছে না।’ আর একজন লেখেন, ‘আমি ভাবলাম তিনি হয়তো পড়ে গিয়েছেন।’ আর এক ব্যক্তি মন্তব্য করেন, ‘সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মোচকানোর পরে।’ আর একজন রসিকতা করে লেখেন, ‘এইজন্য হিল পড়ে হাঁটা উচিত না। দেখলে তো ধপাস করে পড়ে গেলে? তাও আবার ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে।’ আর একজন লেখেন, 'টিকটিকি পোজ।' আর এক ব্যক্তি দেবের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, ‘দেবের প্রেমে এইভাবেই পড়েছিল এক সময়।’