বেশ কয়েক বছর আগে সৃজিত মুখোপাধ্যায় 'লহ গৌরাঙ্গের নাম রে...'-এর ঘোষণা করেছিলেন। তবে নানা কারণে সেই কাজ তখন হয় ওঠেনি। মাঝে অনেকগুলো বছর কেটে যায়। তারপর ফের চলতি বছরের শুরুতে পরিচালক জানান তিনি এই ছবি নিয়ে আসছেন, আর তাঁর ছবির বিনোদিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সেই সময়ই রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ মুক্তি পেয়েছিল। ফলে সবটা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধে ছিল।
আরও পড়ুন: 'স্বর্গীয় অনুভূতি…', পুরীতে বিনীদিনী লুকে শ্যুটিংয়ের মাঝেই মহাপ্রভু বেশ প্রসঙ্গে আবেগপ্রবণ শুভশ্রী
তারপর সবটা কাটিয়ে চলতি বছরের দোলেই সৃজিত ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে বছর শেষে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। তারপর একে এক করে নানা চরিত্রের ফার্স্ট লুকের ছবি প্রকাশ্যে এসেছিল। শ্যুটিংয়ের নানা ঝলকও সমাজমাধ্যমের পাতায় মাঝে মাঝে দেখা যাচ্ছিল। ছবির বেশ কিছুটা অংশ কলকাতায় শ্যুটিং হওয়ার পর, সকলকে নিয়ে পরিচালক পুরীতে পাড়ি দিয়েছিলেন। পুরী থেকে শুভশ্রীর নতুন বিনোদিনী লুকও প্রকাশ্যে আসে। তাছাড়াও পুরীতে যিশু সেনগুপ্ত, ব্রাত্য বসুদেরও দেখা যায় শ্যুটিং করতে।
আরও পড়ুন: 'আমি ভাঙব না…', সায়কের দাদার সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতার
আর এবার শেষ হল 'লহ গৌরাঙ্গের নাম রে...'-এর শ্যুটিং। পুরো টিমের সঙ্গে ছবি তুলে সৃজিত নিজেই সেই কথা ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। ছবিটি ভাগ করে আবেগে ভাসেন পরিচালক, কারণ তাঁর ছ'বছরের স্বপ্ন আজ সত্যি হল। পরিচালক লিখলেন, ‘লহ গৌরাঙ্গের নাম রে'-এর শ্যুটিং শেষ হল। ছয় বছরের স্বপ্নের ছবি। গবেষণা, ক্যামেরা, অভিনয়, পোশাক, চুল, মেকআপ, পরিচালনা, শিল্প এবং প্রযোজনা দলের প্রতিটি সদস্যের কাছে ঋণী হয়ে থাকব, এই জটিল কাহিনীকে বাংলা ছবির স্বাভাবিক সীমিত বাজেটের মধ্যেও এই মাত্রায় উপস্থাপন করার চেষ্টা করার জন্য।'