বুধবার ফের বিতর্কে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে আউটডোরে থাকা সিনিয়র ডাক্তারের সঙ্গে দুর্বব্যহার করার অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের নামে। শুধু তাই নয়, কাঞ্চন নাকি সেই ডাক্তারকে হুমকিও দেন, বদলি করিয়ে দেবেন সেই ডাক্তারকে।
জানা যায় যে, শ্রীময়ীর ঠাকুমাকে নিয়ে নাকি হাসপাতালে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। সেখানে গিয়েই ঝামেলায় জড়ান। হাসপাতালে উপস্থিত সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা মুখ খুলেছেন কাঞ্চন-শ্রীময়ীর নামে। এবার নিজেদের তরফের বক্তব্য সামনে আনলেন শ্রীময়ী।
বুধবার বেশ রাতের দিকে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়াতে। সেখানে শ্রীময়ী দাবি করেন যে, টিকিট কেটে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি ও কাঞ্চন তাঁদের ঠাকুমাকে নিয়ে। কিন্তু সেই সিনিয়র ডাক্তারই খারাপ ব্যবহার করেন কাঞ্চন মল্লিকের সঙ্গে। চিৎকার করেন, দুর্বব্যহার করেন।
শ্রীময়ীর স্পষ্ট দাবি, কোনো ভুল করেননি তিনি ও কাঞ্চন। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। বরং, রাজনীতির রং দিয়ে জলঘোলা করার চেষ্টা করছে সেই ডাক্তার ও সেখানকার জুনিয়র ডাক্তাররা। সঙ্গে কাঞ্চন-পত্নীর দাবি, ‘আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলে, উনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন?’
শ্রীময়ীকে এই ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘প্রথমে আমরা ট্রপিকাল বিভাগে দিদাকে দেখাই। এরপরে সেখান থেকেই আমাদের মেডিসিন বিভাগে পাঠানো হয়। দিদাকে প্রথমে দেখতেই চাননি মেডিসিন বিভাগের এইচওডি। তারপর যখন আমরা বলি যে আমাদের ট্রপিকাল থেকে এখানে পাঠানো হয়েছে, উনি বিরক্তি নিয়ে দেখতে থাকেন। কাঞ্চন একটু প্রেসারটা চেক করার কথা বললে, উনি ক্ষেপে যান। চিৎকার করতে থাকেন ক্রমাগত।’
শ্রীময়ীর আত্মপক্ষ সমর্থনে আরও দাবি, ‘কোনও বিশেষ সুবিধা নেওয়ার থাকলে আমরা টিকিট কেটে, লাইনে দাঁড়িয়ে কেন ডাক্তার দেখাতাম? চেম্বারে যেতাম বা রাজনীতির প্রভাব খাটাতাম। বা দিদিকে সরকারি হাসপাতালে ১০ দিন রেখে চিকিৎসাও করাতাম না। কিন্তু শুধু শুধু চিকিৎসকের দুর্বব্যহার কেন সহ্য করব।’