টিআরপি পড়তির দিকে থাকলেও দর্শকরা কিন্তু দারুণ পছন্দ করেন রাই অনির্বাণ, কিংবা স্রোত সার্থকদের গল্প। তবে এবার জানা যাচ্ছে এই ধারাবাহিকে নাকি নতুন মুখের এন্ট্রি হবে। রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি কিছুদিনের জন্য ছুটিতে যাবেন, সেই সময়ই নাকি নতুন নায়িকার আগমন ঘটতে পারে।
আরও পড়ুন: নীল অপর্ণার কাছাকাছি যেতেই কি হিংসে করে ভুল বুঝবে আর্য? নায়ককে কোন মন্ত্রণা দেবে কিংকর?
কী ঘটেছে?
আগেই জানা গিয়েছিল যে আরাত্রিকা মাইতিকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে দেখা যাবে। দর্শনা বণিক হিন্দি ছবির জন্য এই ছবি ছাড়তে সেখানেই নেওয়া হয়েছে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে। শীঘ্রই সেই ছবির শ্যুটিং শুরু করবেন আরাত্রিকা। এদিকে তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে মিঠিঝোরা ধারাবাহিকে। ফলে সেই ধারাবাহিক থেকে তিনি কিছুদিনের জন্য ছুটি নেবেন। তাই এই ধারাবাহিকের নির্মাতারা একটু অন্য ভাবে গল্পকে সেই সময় এগিয়ে নিয়ে যাবেন বলেই জানা গিয়েছে। সেখানে কম দৃশ্য থাকবে অভিনেত্রীর।
আরও পড়ুন: ফের একফ্রেমে বাহামণি-অর্চি! তবে কি ইষ্টি কুটুম ২ আসছে? কী ইঙ্গিত দিলেন ঋষি কৌশিক-সুদীপ্তা?
শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে, যেহেতু আরাত্রিকা বেশ কিছুদিন থাকবেন না, তাই নতুন চরিত্রের আগমন ঘটতে পারে মিঠিঝোরা ধারাবাহিকে। ফলে গল্পে যে ফের নতুন মোড় আসবে সেটা স্পষ্ট। যদিও কাকে সেই চরিত্রে দেখা যাবে সেটা এখনও ঠিক হয়নি। তবে আনন্দবাজারের তরফে জানানো হয়েছে সেই চরিত্রের অফার নাকি একাধিক অভিনেত্রীর কাছে গিয়েছে। শেষ পর্যন্ত কাকে সেখানে দেখা যায় সেটা সময়ই বোঝা যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সন্তান হতে গিয়ে খুবই খারাপ অবস্থা হয় রাইয়ের। দারুণ ভেঙে পড়ে অনির্বাণ। অন্যদিকে মেজ বোন নীলুর সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে রাইয়ের। ফলে এখন এই ধারাবাহিকের গল্প বেশ টানটান পর্যায় আছে। অন্যদিকে দেখা যাচ্ছে ছোট বোন স্রোত এবং তার স্বামী সার্থকের মধ্যে দূরত্ব কমেছে। তারা কাছাকাছি এসেছে।
আরও পড়ুন: পরিচালক, লিরিসিস্ট নন, অভিনেতা হয়ে ফের মঞ্চে সৃজিত! কার পরিচালনায় কোন নাটকের অংশ হলেন?
আরও পড়ুন: ছবি থেকে সরতেই ফাঁস করেছেন স্পিরিটের গল্প, ব্যঙ্গ তৃপ্তিকে? নাম না করে দীপিকাকে তুলোধনা ভাঙ্গার