এতদিন তাঁকে দর্শকরা দেখেছেন পরিচালকের আসনে। কখনও আবার গীতিকার হয়েও ধরা দিয়েছেন। নিজের ছবিতে ছোটখাটো ক্যামিও করতেও দেখা গিয়েছে। এবার পুরোদস্তুর অভিনেতা হয়ে ধরা দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে বড় পর্দায় নয়, বরং নাটকের মঞ্চে।
আরও পড়ুন: ফের একফ্রেমে বাহামণি-অর্চি! তবে কি ইষ্টি কুটুম ২ আসছে? কী ইঙ্গিত দিলেন ঋষি কৌশিক-সুদীপ্তা?
কী ঘটেছে?
কৌশিক সেনের পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে মার্ক্স ইন কলকাতা। স্বপ্নসন্ধানীর এই নাটকে থাকছে জোড়া চমক। কার্ল মার্ক্সের ভূমিকায় দেখা যাবে জয়ন্ত কৃপালানিকে। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়কে দেখা যাবে মেফিস্টোফিলিসের ভূমিকায়। সদ্যই, সোমবার, ২৬ মে মঞ্চস্থ হল এই নাটকের স্টেজ রিহার্সাল। সেন্টার স্টেজ ইউনাইটেড ভেঞ্চার্স এবং সংস্কৃতি সাগর এই নাটকটির প্রযোজনা করেছে।
আগামী ২৯ মে মার্ক্স ইন কলকাতা নাটকটির প্রথম শো আছে। এটি স্বপ্নসন্ধানী নাট্যদলের প্রথম ইংরেজি ভাষার নাটক। নাটকটির দ্বিতীয় শো মঞ্চস্থ হবে ৮ জুন। আর এই নাটকের হাত ধরেই দীর্ঘ ১৬ বছর পর ফের অভিনেতা হিসেবে নাটকের মঞ্চে অবতীর্ণ হবেন সৃজিত মুখোপাধ্যায়। এই বিষয়ে তিনি এই সময়কে জানিয়েছেন, 'বেঙ্গালুরুতে আমি পেশাদার থিয়েটার করেছি ইংরেজি ভাষার। অভিষেক মজুমদার, গুলশান দেভাইয়া, প্রমুখের সঙ্গে কাজ করেছি।' সৃজিত মনে করিয়ে দেন তিনি চাকরিও ছাড়েন নাটকের জন্যই। পরবর্তীতে তিনি সিনেমার জগতে সরে আসেন।
সৃজিত মুখোপাধ্যায় এদিন আরও জানান, 'কর্কটক্রান্তির দেশে নাটকে কৌশিক সেন আমায় অভিনয় করার কথা বলেছিলেন। শিকোহ চরিত্রটি করার কথা বলেছিলেন। তখন হয়নি। কিন্তু এত বছর পর পেশাদার ইংরেজি নাটকে আবার অভিনয় করার লোভ আর সামলাতে পারিনি এবার। নাটকই আমার ধ্যানজ্ঞান ছিল একসময়।'
আরও পড়ুন: ছবি থেকে সরতেই ফাঁস করেছেন স্পিরিটের গল্প, ব্যঙ্গ তৃপ্তিকে? নাম না করে দীপিকাকে তুলোধনা ভাঙ্গার
আরও পড়ুন: দুর্গা সম্পত্তির মালিক হতেই তাকে খুনের পরিকল্পনা বৈদেহীর! মেয়েকে বাঁচাতে কী করবে জগদ্ধাত্রী?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কেবল মার্ক্স ইন কলকাতা নয়, জানা গিয়েছে সলমন রুশদির উপর ঘটা সেই ভয়ঙ্কর ছুরি হামলার ঘটনাও এবার নাটকের মঞ্চে তুলে ধরবেন কৌশিক সেন। আর সাহিত্যিকের চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে।