১০ বছরের সব অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। মুক্তির আগে থেকে বক্স অফিসে রেকর্ড গড়েছিল এই ছবি। শুধু তাই নয় এই ছবি মুক্তির পরও যা আয় করছে তা তাক লাগিয়ে দেওয়ার মতো। সব মিলিয়ে এখন বাংলা ধূমকেতু জ্বরে কাঁপছে। ২২ অগস্ট ছবি জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে। আর এবার 'দেশু' জুটির 'ধূমকেতু' দেখতে যাবেন মহারাজ স্বয়ং। ধূমকেতু নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
আরও পড়ুন: যিশু এবার পরিচালনায়! পুজোর আগেই দর্শনা-সৌরভের সঙ্গে বড় চমক দিলেন অভিনেতা
অ্যাডিশনের শেয়ার করা একটি ভিডিয়োয় ধূমকেতু প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন সৌরভ। প্রথমেই তিনি বাংলা ছবি নিয়ে নানা কথা ভাগ করে নেন। দাদা বলেন, ‘আমি কৌশিকদার ছবি আগেও দেখেছি। বাংলা ছবি যত ভালো হবে, যত বড় হবে, তত আনন্দ পাব। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তা হল স্ক্রিনে বাংলা ছবি প্রাধান্য পেয়েছে। বাংলা ছবি বাংলার হলে দেখানো দরকার।’
আরও পড়ুন: শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে জল! নায়কের আবেগঘন ভিডিয়ো প্রকাশ্য আসতেই ভাইরাল
এরপর দেব ও ধূমকেতু প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন। সেখানেই কৌশিক গঙ্গোপাধ্যায় জানান পরিবারের সঙ্গে নাকি 'ধূমকেতু' দেখতে যাবেন মহারাজ নিজে। সৌরভ বলেন, 'দেব তো বন্ধু, যদিও একটু রোগা হয়েছে। দেব-শুভশ্রী দু'জনে বহুদিন কাজ করেছে। দেবের এর আগের বেশ কয়েকটি ছবিও খুব হিট। দেবকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। তাই সকলকে শুভেচ্ছা জানাতে চাই।'
প্রসঙ্গত, ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোঁটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।