
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বহুদিন পর কলাকাতয় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মহারাজ নিজেই দিলেন একমাত্র কন্যের শহরে ফেরার খবর। এমনিতেই বিগত কয়েকদিন ধরে চর্চায় রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার। কারণ, গত রবিবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সৌরভের দাদা, সিএবি-র প্রসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আইনি বিয়ে করেন তিনি অর্পিতা চট্টোপাধ্যায়কে।
সকালে সই-সাবুদ আর রাতে খাওয়াদাওয়া হয়। ৭ অগস্ট একটি গ্র্য়ান্ড রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। সানার কলকাতায় আসার খবর পেয়ে, অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি জ্যেঠুর বিয়ের ভুরিভোজ করতেই কলকাতায় আসছেন তিনি?
আরও পড়ুন: ভাঙা গাল, গলায় জুতোর মালা, এক কী চেহারা হয়েছে শিবপ্রসাদের, বহুরূপীর ফার্স্ট লুকে বড় ধামাকা
তবে, সৌরভ নিজেই জানালেন তাঁর মেয়ের কলকাতায় আসার কারণ। লন্ডনের তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনোভার্ভ’-এ কর্মরত সানা। আর এই সংস্থার ভারতীয় সদর দফতর কলকাতা-তে। ১৭ অগস্ট তাদের অনুষ্ঠান তিলোত্তমায়, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সৌরভ। আর সেই অনুষ্ঠানেই মঞ্চে থাকবেন সানাও। গত জুলাইয়েও এই সংস্থার অনুষ্ঠানে ছিলেন সৌরভ। যা হয়েছিল লর্ডসে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলেন, ‘মেয়ের কাছ থেকেই আমরা প্রথম ইনোভার্ভের ব্যাপারে জানতে পারি। যেভাবে ওই সংস্থা নিয়ে ও উৎসাহী, আমি দেখে অবাক হয়ে যাই। প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য ছটফট করে অফিস যাবে বলে। ওখানে যারা কাজ করেন, তাঁদের মধ্যে সানা সবচেয়ে ছোট। ওখানে যদি ও নিজেকে মূল্যবান মনে করে, কাজ করে আনন্দ পায়। মানে বুঝতে হবে এই সংস্থার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ ব্যাপার আছে।’
আরও পড়ুন: বাবা স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে আসেননি সৌরভের ভাইঝি স্নেহা, এবার কী বার্তা মমের?
৫৯ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। লিভ ইনেও ছিলেন দীর্ঘ সময়। স্নেহাশিসের প্রথম স্ত্রী মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের পর, দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার।
আরও পড়ুন: পাখির কিচির-মিচির, বিয়ের পর দিলেন অন্দরমহলের ঝলক, এটা শোভন না সোহিনীর বাড়ি
বিয়ের দিন যেতে পারেননি সৌরভ ও ডোনা। দাদা শহরে ছিলেন না। আর ডোনা ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষামঞ্জুরির গুরুপূর্ণিমার অনুষ্ঠানে। এখন প্রশ্ন, সানা সেই সময় কলকাতায় থাকলে, মা-বাবার সঙ্গে থাকবে কি জ্যেঠুর রিসেপশন পার্টিতে?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports