পুজোর বাংলা সিনেমা মুক্তি নিয়ে বরাবরই এক আলাদা আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। এবারের হট ফেভারিটের তালিকায় নিসন্দেহে এগিয়ে রয়েছে বহুরূপী। উইনডোজের বড় ধামাকা। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পুজোর ছবিতে কাজ করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি ভট্টাচার্য এবং শিবপ্রসাদ নিজে। এবার শিবপ্রসাদের লুক এল সামনে বহুরূপী থেকে।
আবীর-কৌশানী-ঋতাভরীর লুক দেখা গিয়েছিল আগেই, এবার খোদ পরিচালক মশাইয়ের চেহারা দেখা গেল। পিছনে আন্দোলনরত শ্রমিক। গায়ে সস্তার শার্ট আর প্যান্ট। গলায় ঝোলানো মালা। গাল ভেঙে এসেছে, চোখ ঢুকেছে কোটরে।
আরও পড়ুন: বাবা স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে আসেননি সৌরভের ভাইঝি স্নেহা, এবার কী বার্তা মমের?
শিবপ্রসাদ এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তেলছাড়া খাবার, ওটসের রুটি কড়া ডায়েট মেইনটেন করে নিজের এমন চেহারা করেছেন শিবপ্রসাদ।
দুপুরের মেনুতেও কোনও কার্ব থাকত না। ডালসিদ্ধ খেতেন। বিকেলে কোনও খাবার খেতে দেওয়া হত না তাঁকে। খুব খিদে পেলে ড্রাই ফ্রুটস আর চা। আর রাতে ৮টার মধ্যে স্যালাড আর সবজি সেদ্ধ খেয়ে নিতেন। এভাবে ওজন ৭৮ কেজি থেকে কমিয়ে ৬৫-তে নিয়ে আসতে হয়েছিল।
আরও পড়ুন: পাখির কিচির-মিচির, বিয়ের পর দিলেন অন্দরমহলের ঝলক, এটা শোভন না সোহিনীর বাড়ি
সামাজিক মাধ্যমে পোস্ট করে শিবপ্রসাদ লিখলেন, ‘একুশে পা থেকে তিরিশে পা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলাম । অভিনেতা হিসেবে প্রথমবার পুজোতে আমার সিনেমা 'বহুরূপী' মুক্তি পাবে। এর আনন্দ, শিহরণ সবটাই আলাদা । ধন্যবাদ পরিচালক নন্দিতা রায় কে, উইন্ডোজ প্রোডাকশন কে এবং 'বহুরূপী' সিনেমার সব কলাকুশলীকে । আমার সিনেমা অভিনয়ের তালিকা দীর্ঘ নয়। কিন্তু যেটুকু কাজ করেছি দর্শকদের আশীর্বাদ পেয়েছি। তাই আশা করব এবারও আপনাদের মন ভরাতে পারবো। পুজোয় বড় পর্দায় বিক্রম প্রামানিক আপনাদের জন্য অপেক্ষা করবে।’
আরও পড়ুন: সকাল থেকে মদ খেতে বর, আর্থিক কষ্ট, রোজ অশান্তি, নাটকীয় জীবন ছিল ফারহা খানের মা মেনকা ইরানির
বহুরূপী'-তে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই নতুন অবতারটি তার আগের অভিনীত চরিত্রগুলি থেকে নিসন্দেহে আলাদা। একটি অ্যাকশন-প্যাকড চেজ ড্রামার পটভূমিতে সেট করা, 'বহুরূপী'-তে শিবপ্রসাদের চরিত্রের নাম বিক্রম।
এর আগে হামি, কণ্ঠ দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছিলেন শিবপ্রসাদ। বহুরূপীতেও যে তার অন্যথা হবে না তা বলাই বাহুল্য। এরপর আমার বস সিনেমাতেও দেখা যাবে তাঁকে।