২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ২৬ জন সাধারণ মানুষকে। এই জঙ্গিহানায় নিহত ২৬ জনের মধ্যে ২ কলকাতার বাসিন্দা। ২৩ এপ্রিল তাঁদের মরদেহ শহরে ফেরানো হয়। ফেরেন তাঁদের পরিবারও। বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্যে হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ। শেষ শ্রদ্ধা জানিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: মাতৃত্বকালীন ছুটি শেষ, শ্যুটিং শুরু 'বুলেট সরোজিনী'র! সেট থেকে কী আপডেট দিলেন শ্রীময়ী?
কী ঘটেছে?
এদিন বিতানের শেষকৃত্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি শ্মশানে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল। শেষকৃত্যে পরিবারের পাশে থাকেন তাঁরা। শুভেন্দুর সঙ্গে বিতানের স্ত্রীর কথপোকথনের ভিডিয়ো রীতিমত ভাইরাল বর্তমানে।
এদিন শহরে বিতান অধিকারী এবং সমীর গুহর দেহ আসার পর এবং তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়ে এই জঙ্গিহানার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল ঘোষ। তিনি এদিন লেখেন, 'কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় ইসলামি জঙ্গি হানায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর নিথর দেহ। বিতান বাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়ে জানালেন আমাদের একটাই অপরাধ, আমরা হিন্দু ছিলাম।'
আরও পড়ুন: পহেলগাঁও হামলার জিবলি পোস্ট করতেই 'অশিক্ষিত' বলে কটাক্ষ, তড়িঘড়ি পোস্ট ডিলিট দর্শনার! চাইলেন ক্ষমাও
তিনি এদিন আরও লেখেন, 'মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকস্তব্ধ দুই পরিবারকে স্পষ্ট জানালেন, এ লড়াই দলমত ভুলে সব হিন্দুর, এর শেষ দেখে ছাড়বেন। এটা ভারতবর্ষ। আর কোন ভন্ড সেক্যুলারকে ভুল বুঝিয়ে হিন্দু ঐক্য ভাঙার সুযোগ তিনি দেবেন না।'
প্রসঙ্গত মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।
আরও পড়ুন: টিমটিম করছে 'জাট'-র ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! বুধবার কত আয় করল?